১৫ জুলাই ২০১৫ : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৫ জুলাই ২০১৫

শ্রদ্ধা ও ভালোবাসায় আমজাদ খান চৌধুরী সমাহিত
শ্রদ্ধা আর ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন আমজাদ খান চৌধুরী। বুধবার বনানীর সামরিক কবরস্থানে সমাহিত করা হল দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীকে।

‘বাবার স্বপ্ন অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়’
বাবার মৃত্যুর পরও তাঁর স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর দুই ছেলে আযহার চৌধুরী এবং আহসান খান চৌধুরী। বুধবার সামরিক জাদুঘরে বাবার জানাজায় অংশ নিয়ে তাঁর স্বপ্ন ও সৃষ্টি প্রাণ-আরএফএল গ্রুপের সামনে এগিয়ে চলা অব্যাহত থাকবে বলে জানান তারা। এসময় তারা বাবার জন্য সবার কাছে দোয়া চান।

রাজনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য-প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় শিশু রাজনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন। বুধবার নিজের ফেসবুক পেজে এ কথা বলেন জয়।

লঞ্চ টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড়, ভোগান্তি
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো লাখো মানুষ। রাজধানীর বাস, লঞ্চ ও ট্রেন স্টেশনগুলোতে উপচেপড়া ভিড়। বুধবার সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়।

সাধের কেনাকাটায় শ্রাবণধারার হানা
বুধবার ছিল সরকারি ছুটির দিন। আর ঈদেরও বেশি দেরি নেই। তাই রাজধানী ঢাকার অনেকেই এই দিনটিকে কেনাকাটার জন্য নির্ধারণ করে রেখেছিলেন। কিন্তু শ্রাবণের প্রথম দিন সকাল থেকেই কখনো মুষলধারে আর কখনো টিপটিপ বৃষ্টির কারণে কেনাকাটা করতে পারেননি অনেকে। কেউ কেউ কেনাকাটার জন্য বের হলেও রাস্তায় পোহাতে হয়েছে দুর্ভোগ। আর বিক্রেতাদের মুখও ছিল ভার।

মিয়ানমারের দুই সেনাকে সীমান্তবর্তী জঙ্গলে উদ্ধার
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের হাতে অপহৃত মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্যকে সীমান্তবর্তী জঙ্গল থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়েছে।

হাজি প্রতিস্থাপনের অনুমতি দিবে না ধর্ম মন্ত্রণালয়
চলতি বছর কোনো হজ এজেন্সিকে তালিকাভুক্ত হাজির পরিবর্তে অন্য কাউকে (প্রতিস্থাপন) হজে পাঠানোর অনুমতি দিবে না ধর্ম মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সকল হজ এজেন্সিকে দেয়া এক চিঠিতে হজযাত্রী প্রতিস্থাপনে হজ অফিসের কোনো এখতিয়ার নেই উল্লেখ করে তাদের কাছে আবেদন জমা না দেয়ার অনুরোধ জানিয়েছেন পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামাল।

সায়েদাবাদে ঘরমুখো মানুষের স্রোত
নাড়ির টানে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সোমবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। পরবর্তীতে মঙ্গলবার গড়িয়ে আজও (বুধবার) ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ।

ট্রেনের ফিরতি টিকেট বৃহস্পতিবার থেকে
ঈদ শেষে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে ফেরার জন্য বাংলাদেশ রেলওয়ে বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে। রেলওয়ে সূত্র জানায়, ঈদ-পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ফেরত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হবে।

ইরানকে কখনোই অস্ত্র বানাতে দেয়া হবে না: হিলারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে ইরানকে কখনোই পরমাণু অস্ত্র বানাতে দেবেন না বলে মন্তব্য করেছেন হিলারি ক্লিনটন। মঙ্গলবার  যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। বুধবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মাশরাফিকে ছাড়িয়ে গেলেন সাকিব
ক্রিকেটে প্রতিপক্ষের ব্যাটিং শিবিরকে ঘায়েল করার প্রধান অস্ত্র বোলিং। আর এ বোলিংয়ে প্রতিপক্ষকে ঘায়েল করলেও নিজেদের মধ্যে যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলে তা হয়তো অনেকেরই অজানা। তেমনি এক প্রতিযোগিতায় ছিলেন টাইগারদের দলনেতা (ক্যাপ্টেন) মাশরাফি বিন মর্তুজা ও সহ-অধিনায়ক (ডেপুটি) অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের পর মাশরাফির মাইলফলক
সাকিবের সাথে ইঁদুর-বিড়াল খেলায় সাকিব আগালেও খুব একটা পিছিয়ে পড়েননি বাংলাদেশের সেরা পেসার টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজা। নিজেদের মধ্যে যে এক অদৃশ্য প্রতিযোগিতায় একই দিন ২০০ উইকেটের কৃতিত্ব অর্জন করেন বাংলাদেশের সেরা এই দুই খেলোয়াড়।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।