রাজনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান জয়


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৫ জুলাই ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য-প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় শিশু রাজনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন। বুধবার নিজের ফেসবুক পেজে এ কথা বলেন জয়।

নিজের ফেসবুক স্টাটাসে সজীব ওয়াজেদ জয় বলেন, রাজনের ওপর নির্মম অত্যাচার এবং তার হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে আমাদের পুলিশ। রাজন ছিলো একজন অবোধ শিশু। এই দানবদের সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত।



তিনি আরো বলেন, এই প্রেক্ষিতে আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দ্রুত তৎপরতার উল্লেখ করছি যার ফলে জেদ্দায় পলাতক একজন সন্দেহভাজন আসামি ধরা পড়েছে। সৌদি সরকার এবং ইন্টারপোলকেও তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ডে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৩)। এ সময় নির্যাতনের ভিডিওচিত্রও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। যা আলোড়িত করে গোটা জাতিকে।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।