রিপোর্টারের ডায়েরি : জিহাদ উদ্ধার


প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৪

শুক্রবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে ছয়শ ফুট গভীর পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে ৩ বছরের শিশু জিহাদ। এ খবর ছড়িয়ে পড়লে ঘণ্টা খানেকের মধ্যে শুরু হয় উদ্ধার অভিযান। শনিবার সকাল থেকেই আমি ঘটনাস্থলে।

শনিবার বিকেলে শিশুটিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর জিহাদকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজের অাবাসিক সার্জন ডাক্তার রিয়াজ মোর্শেদ। উদ্ধারের পূর্ব পর্যন্ত টানা ২৩ ঘণ্টা জিহাদের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষায় ছিল সারাদেশের মানুষ।

আমিও দুপুরে খাওয়ার সময় পাইনি। সারাদিন কেটেছে উদ্ধার অভিযান নিয়ে নানা সংবাদ সংগ্রহে। দিন শেষে দেখলাম আমার দেওয়া নিউজ গুলো দিয়েই সাজানো হয়েছে জাগো নিউজের বক্স গুলো। দেখে ভালই লাগলো।

বার্তা কক্ষ থেকে দিন জুড়ে সহযোগিতার কমতি ছিল না। নতুন কর্মস্থলে এটিই ছিল আমার জন্য প্রথম চ্যালেঞ্জ।  

দিন শেষে রাতে এসে দেখি শুধু জিহাদকে কেন্দ্র করেই নিচের নিউজ গুলো দিতে পেরেছি।

# ফায়ার সার্ভিসের দাবি যৌথ অভিযানে জিহাদ উদ্ধার
# জিহাদকে উদ্ধারে গাফিলতি ছিল, মামলা করবো: নাসির
# মামলা করবে জিহাদের পরিবার
# জানের বদলে জান হলেও আমার বাবারে ফেরত চাই
# জিহাদের বাবা নিখোঁজ!
# জিহাদ উদ্ধারে গাফিলতি, মামলার প্রস্তুতি পুলিশের
# সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলন করবে জিহাদের পরিবার
# বন্ধ করে দেওয়া হলো সেই পাইপের মুখ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।