জিহাদ উদ্ধারে গাফিলতি, মামলার প্রস্তুতি পুলিশের


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৪

রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে যাওয়া শিশু জিহাদের উদ্ধার কার্যক্রমে গাফিলতির অভিযোগে মামলা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জিহাদ শুক্রবার বিকেল ৪টার দিকে পানির পাইপের মধ্যে পড়ে গেলে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ঢাকা ওয়াসার বিশেষজ্ঞরা উদ্ধার অভিযান চালায়। ২৩ ঘণ্টার ব্যর্থ অভিযানে পাইপের মধ্যে জিহাদের অস্তিত্ব না পেয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার কাজ সমাপ্তের ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে স্থানীয়দের প্রচেষ্টায় জিহাদের নিথর দেহ উদ্ধার হওয়ায় ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রশ্নের সম্মুখিন হয়েছে।

ওই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে শনিবার বিকেলে জরুরি বৈঠক শেষে মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘কর্মকর্তা পর্যায়ে বৈঠক শেষে আমরা বুঝতে পেরেছি, জিহাদকে উদ্ধারে উদ্ধারকর্মীদের গাফিলতি রয়েছে। তাই পুলিশ বাদী হয়ে উদ্ধারকর্মীদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।