জিহাদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস : ডিজি


প্রকাশিত: ১১:২৯ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের যৌথ অভিযানে শিশু জিহাদ উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার আলী আহমেদ খান।

শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণার ১২ মিনিট পরেই শিশুটি উদ্ধার হলেও উদ্ধারের দাবি করেন তিনি।

এ ব্যাপারে মোবাইলফোনে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার আলী আহমেদ খান জাগোনিউজকে বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হলেও স্বেচ্ছাসেবীদের সহযোগীতা করতে কিছু কর্মীকে আমরা ঘটনাস্থলে রেখেছিলাম। তারাই স্বেচ্ছাসেবীদের বানানো দেশীয় প্রযুক্তি নিয়ে যৌথভাবে কাজ করে শিশু জিহাদকে উদ্ধার করে বলে দাবি করেন।

তবে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব না হওয়ায় দু:খ প্রকাশ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।