এক আপাদমস্তক রাজনীতিকের বিদায়দল ভাঙ্গার কারিগর ছিলেন বটে, তবে দল গড়েছেন নিজের হাতেই। উপমহাদেশের রাজনীতির ধারায় কাজী জাফর আহমদের রাজনৈতিক মুন্সিয়ানা ছিল প্রশংসিত। এক সময়ের তুখোড় বাম নেতা কাজী জাফর রাজনীতিতে কখনো নেপথ্যে থেকে, আবার কখনো সামনে থেকে ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন বহুবার।বাড়লো গ্যাস ও বিদ্যুতের দাম
Advertisement
বিশ্ব বাজারে জ্বালানির দাম কমলে দেশে বাড়ানো হলো গ্যাস ও বিদ্যুতে দাম। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে দুই দশমিক ৯৭ শতাংশ এবং গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিইআরসি।
মেডিকেলে ভর্তিচ্ছুকদের আবেদনে ৪৪ বছরের রেকর্ড ভঙ্গ
স্বাধীনতাত্তোর সকল রেকর্ড ভঙ্গ করে চলতি বছর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য সর্বোচ্চ সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে।
Advertisement
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ মালিকদের জন্য সুখবর
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের মালিকদের জন্য সুখবর। স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশি কোটায় আসন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে চলতি বছর সকল বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের মালিকরা তাদের মোট আসনের ৫০ ভাগ আসনে বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবেন।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় নতুন চ্যালেঞ্জের শঙ্কায় পোশাক খাত
শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে চ্যালেঞ্জের মুখে পড়বে পোশাক খাত। বেড়ে যাবে উৎপাদন খরচ। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতায় আরো পিছিয়ে পড়তে পারে পোশাক খাত।
Advertisement
দাম বৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা : এরশাদ
বিশ্ব বাজারে জ্বালানির দাম কমলেও দেশের বাজারে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে মরার উপর খাঁড়ার ঘা বলে মন্তব্য করেছেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার বিইআরসির দাম বাড়ানোর ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
শাহজালাল সার কারখানা নির্মাণে অনিয়মের অভিযোগ
চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে ৫ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মিত দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান শাহজালাল সার কারখানার নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে। নির্মাণের যন্ত্রপাতি ক্রয় এবং কারখানাটি নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের মাধ্যমে প্রায় অর্ধেক টাকাই হরিলুট হয়েছে।
বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করেই নারীরা এগোবে
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অধ্যবসায় ও সাধনার মাধ্যমে নারীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন পেশায় বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে।
শ্রদ্ধা ও ভালবাসায় কবি নজরুলকে স্মরণ
তুমি প্রেমের কবি, তুমি ভালবাসার কবি, তুমি দ্রোহের কবি, তুমি সাম্যের কবি, তুমি বিদ্রোহী কবি, তুমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
আজ ১২ ই ভাদ্র ১৪২২। ইংরেজী ২৭ আগস্ট ২০১৫। ১৯৭৬ সালে আজকের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ৩৯তম প্রয়াণ দিবস।
এক সপ্তাহের সফরে শুক্রবার ঢাকা আসছেন বিশ্বখ্যাত ম্যানেজমেন্ট কনসালটেন্ট টম কামিংস। এই সফরে তিনি ব্রাক ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজমেন্টের জন্য ভ্যালু ভিত্তিক ওয়ার্কশপ পরিচালনা করবেন।
৩৩ হাজার টাকায় ব্যাংকক ভ্রমণের সুযোগ
চতুর্থ এশিয়ান ট্যুরিজম ফেয়ারে ‘ড্রিম ওয়ার্ল্ডে’ চলছে আকর্ষণীয় ডিসকাউন্টে ভ্রমণ প্যাকেজ। ভ্রমণ পিপাসুদের জন্যে দেশ বিদেশের ২৫টি দর্শনীয় পর্যটন শহর কেন্দ্রিক সাজানো হয়েছে প্যাকেজগুলো। সময়ের সাথে তাল মিলিয়ে প্যাকেজগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে। মেলার প্রথম দিনে ‘ড্রিম ওয়ার্ল্ডে’র ৯৬, ৯৭, ৯৮ ও ৯৯ চারটি স্টলেই ছিল উপচে পড়া ভিড়।
মেলায় শতভাগ ফ্রি ভ্রমণের সুযোগ দিলো এ-ওয়ান ট্যুরিজম
ট্যুরিজম মেলায় শতভাগ ফ্রি ভ্রমণ করার সুযোগ দিয়েছে ‘এ-ওয়ান ট্যুরিজম’। এই প্রতিষ্ঠানের স্টল পরিদর্শনে আসা যে কেউ জিতে নিতে পারেন এই ফ্রি ভ্রমণের সুযোগ। এছাড়া মেলা উপলক্ষে স্পেশাল অফারও দিয়েছে প্রতিষ্ঠানটি।
তিনি এলেন, বেসুরো কণ্ঠে গানও গাইলেন
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়ায় আসলেন আবার গানও গাইলেন। গান গাওয়ার ফাঁকে শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠার পরামর্শও দিলেন। যথারীতি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিতর্কিত এই মন্ত্রী।
বেনাপোল দিয়ে ১০ দিনেও কোনো পেঁয়াজ আসেনি
বাজার নিয়ন্ত্রণের অজুহাতে ভারত পেঁয়াজের রফতানি মূল্য তিন দফা বাড়িয়ে প্রতি মেট্রিকটন ৭০৫ মার্কিন ডলার করেছে। এতে প্রতি কেজি পেঁয়াজ আমদানি করতে খরচ পড়ছে ৫৮ থেকে ৬০ টাকা। গত ১৫ দিন আগেও ব্যবসায়ীরা বেনাপোল বন্দর দিয়ে ৪২৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি করতেন।
গণমাধ্যমের প্রতি বিএনপির আহ্বান
যতদিন পর্যন্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকবে ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ কিছু বললে কিংবা করলে তা প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
টিউশন ফি`র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি`র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বরিশালে খালেদা জিয়ার মামলা খারিজ
জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে বরিশালে দায়ের করা আপিল মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে এ আদেশ দেন।
শুক্রবার মুক্তি পাচ্ছে স্টোরি অব সামারা
বিগ বাজেটের চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’ সারাদেশে মুক্তি পাচ্ছে শুক্রবার। ভারটেক্স প্রডাকশন প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন রিকিয়া মাসুদো।
প্রযোজনা সূত্রে জানা গেছে, বড় ধরনের তারকা শিল্পী না থাকা সত্ত্বেও ‘দ্য স্টোরি অব সামারা’র নির্মাণ ব্যয় দেড় কোটি টাকা ছাড়িয়ে গেছে। ছবির পরিচালক জানান, সায়েন্স ফিকশন ছবিতে পোস্ট প্রোডাকশনে প্রচুর কাজ থাকে। গ্রাফিক্স এন্ড এনিমেশনের প্রচুর কাজ থাকে যা অত্যন্ত ব্যয়বহুল। তা ছাড়া ছবি নির্মাণকালে আয়োজনের কোনো কমতি রাখা হয়নি। দর্শক প্রেক্ষাগৃহে ঢুকলেই ব্যাপারটা বুঝতে পারবেন।
ফাঁস হলো সালমানের বাবা হওয়ার খবর
বজরঙ্গি ভাইজানের সাফল্যের পর সালমান খানের পরবর্তী ছবি ‘সুলতান’ নিয়ে ব্যপক আগ্রহ সবার মাঝে। সালমানের তরফ থেকে কেবল ছবির নামটাই ঘোষণা করা হয়েছে। কাহিনী গল্প কিছুই এখনো প্রকাশ করা হয়নি।
দশ মাস বয়সে মডেল আরফিন রুমির ছেলে
হালের মিউজিক ক্রেজ সংগীতশিল্পী আরফিন রুমির ছেলে আয়ান। তার বয়স মাত্র ১০ মাস। এই বয়সেই বাবার গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির!
গেল বৈশাখে জাহিদ আকবরের কথায় ‘মাতি চলো’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন রুমি। এবার বাজারে আসছে সেই গানটির মিউজিক ভিডিও। আর তাতেই ১০ মাস বয়সি আরফিন পুত্র আয়ানকে দেখা যাবে মডেল হিসেবে। সম্প্রতি মিউজিক ভিডিওটির নির্মাণ কাজ শেষ করেছেন চন্দন রায় চৌধুরী।
অনেকেরই ধারণা ছিল এবার হয়তো খালি হাতেই ফিরতে হচ্ছে এই জামাইকান তারকা উসাইন বোল্টকে। কারণ চলতি বছরে দুর্দান্ত ফর্মে ছিলেন মার্কিন তারকা জাস্টিন গ্যাটলিন। তবে সকল জল্পনা কল্পনা উড়িয়ে ১০০ মিটারের পর ২০০ মিটারেও স্বর্ণ জিতে বছরটা নিজের করে নিলেন বোল্ট। এই ইভেন্ট নিয়ে সারা বিশ্বে আলোচনার ঝড় ছিল।
ভক্ত সমর্থকদের সামনে এবার নতুন রুপে হাজির হতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ এই ক্রিকেটারকে এবার দেখা যাবে নতুন এক মিউজিক ভিডিওতে। আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী সোমা এ রহমানের একটি নতুন গানে মডেল হয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
টাইব্রেকারে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে ভারতের কাছে ৪-৩ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ। ফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
নেপালের কাঠমান্ডুর ললিতপুরে আনফা কমপ্লেক্সের কৃত্রিম টার্ফে খেলার শুরু থেকেই পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে খেলা এগুতে থাকে। ম্যাচের ১২ মিনিটের মাথায় বাংলাদেশের ডি-বক্সে আক্রমণ চালায় ভারত। তবে, লাল-সবুজদের শক্ত ডিফেন্স চিড়ে কোনো সুবিধা আদায় করে নিতে পারেনি তারা।
নিষিদ্ধ ক্রিকেটারদের ফেরানোর বিপক্ষে আফ্রিদি
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো খেলোয়াড়দের ফিরিয়ে আনার পরোক্ষ বিরোধিতা করেছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনাক শহিদ আফ্রিদি। নিষিদ্ধ খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত নেয়ার আগে পিসিবির খুবই সতর্কভাবে চিন্তা করা উচিত বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।এমডিজি পরবর্তী উদ্যোগ নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান
মা ও শিশু মৃত্যু নির্মূলে এমডিজি পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লীতে ‘প্রতিরোধযোগ্য শিশু ও মাতৃমৃত্যু নির্মূলে বৈশ্বিক আহ্বান-২০১৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের বক্তৃতাকালে এ সব কথা বলেন তিনি।
এসকেডি/এমআরআই