নিষিদ্ধ ক্রিকেটারদের ফেরানোর বিপক্ষে আফ্রিদি


প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৭ আগস্ট ২০১৫

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো খেলোয়াড়দের ফিরিয়ে আনার পরোক্ষ বিরোধিতা করেছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনাক শহিদ আফ্রিদি। নিষিদ্ধ খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত নেয়ার আগে পিসিবির খুবই সতর্কভাবে চিন্তা করা উচিত বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।

বুধবার জিন্নাহ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের আফ্রিদি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আমি কেবলমাত্র এতটুকুই বলবো, অনেক চিন্তা-ভাবনা করার পর যেন এদের (ফিক্সিংয়ে জড়িত) বিষয়ে সিদ্ধান্ত নেয়। পাকিস্তান ক্রিকেট এবং ভবিষ্যত ক্রিকেটারদের বিষয়টি মাথায় রেখে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়াটা ঠিক হবে না।’

আফ্রিদি আরো বলেন, ‘স্পট ফিক্সিংয়ের ঘটনায় পাকিস্তান ক্রিকেটকে অনেক মূল্য দিতে হয়েছে এবং ভাবমূর্তি ও গৌরব ফিরিয়ে আনতে অনেক সময় লেগেছে।’

আগামী মাসেই শাস্তি পাওয়া তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে। তারপরই পিসিবির এক সূত্র জানিয়েছিল, তাদের পুনরায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানো হবে।

এদিকে দোষী সাব্যস্ত হওয়া এ সকল ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিং রুম ব্যবহার করতে বর্তমান পাকিস্তান দলের অনেক খেলোয়াড়ই স্বাচ্ছন্দ্য বোধ করছে না বলে ইতোমধ্যেই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এবং নির্বাহী কমিটি প্রধান নাজাম শেঠি।

আরটি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।