শাবির সকল প্রশাসনিক পদ থেকে জাফর ইকবালের পদত্যাগশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সকল প্রশাসনিক পদ থেকে জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল পদত্যাগ করেছেন।জাতীয় যক্ষ্মা প্রকোপ জরিপ চলছেদেশের মোট জনসংখ্যার মধ্যে যক্ষ্মা প্রকোপের সঠিক হার নিরুপণে বর্তমানে দেশব্যাপি ‘জাতীয় যক্ষ্মা প্রকোপ জরিপ’ চলছে।ছুটির দিনেও ইসলামপুর পাইকারি মার্কেটে উপচেপড়া ভিড়উত্তরার আবদুল্লাহপুরে একটি বুটিক শপের মালিক তরুণী কাজল। বছরের অন্যান্য সময় ব্যবসা নিয়ে খুব একটা ব্যস্ততা না থাকলেও ঈদকে সামনে রেখে দম ফেলার এতটুকু সময়ও নেই।কোরআন নিয়ে দুই প্রবাসী বাংলাদেশির ব্যতিক্রমী উদ্যোগযুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রানীর শহর নামে পরিচিত ব্যস্ত শারলট শহরের পথে পথে ছুটে চলেছে ব্যতিক্রমী বিজ্ঞাপনী এক গাড়ি।টিকিট : নিলে নেন না নিলে যানশুক্রবার ভোর থেকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও দুপুর না গড়াতেই কাউন্টার থেকে বলা হচ্ছে টিকিট শেষ। অধিকাংশ রুটের টিকিট শেষ হয়ে যাওয়ার খবরে ক্ষুব্ধ যাত্রীরা।নাটকীয় প্রেম : প্রেমিকা নিয়ে হোটেলে ওঠামাত্রই ডিবি হাজিরপ্রথমে মোবাইল ফোনের নম্বর আদান-প্রদান। এরপর কথোপকথনে প্রেমের সম্পর্ক। সম্পর্কের গভীরতা আসতেই নির্ধারিত ফ্ল্যাটে যাওয়ার আহ্বান।বাড়তি টাকা ছাড়া মিলছে না শ্যামলী পরিবহনের টিকিটশ্যামলী পরিবহনের অগ্রিম টিকিট সংগ্রহের ক্ষেত্রে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। যাত্রীরা বলছেন নির্ধারিত টাকায় টিকিট চাইলে বলা হচ্ছে টিকিট শেষ।মন্ত্রিসভার আগামী বৈঠকেই চূড়ান্ত হচ্ছে পে স্কেলসরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো গত বুধবার থেকেই কার্যকর হয়েছে; তবে কাঁটছাট বা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।ভারতের চেয়ে দক্ষিণ আফ্রিকা কঠিন প্রতিপক্ষ : ইমরুলভারতের তুলনায় দক্ষিণ আফ্রিকা সিরিজ অনেক বেশি কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান ইমরুল কায়েস।সংসদ সদস্যদের লেখাপড়া করে আসা উচিত : ডেপুটি স্পিকারজাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, সংসদ সদস্যদের লেখাপড়া করে সংসদে আসা উচিত।ইতিহাস নিয়ে ভাবছেন না হাতুরেসিংহেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রত্যেকটি সিরিজে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে একটিমাত্র জয় ওয়ানডেতে ২০০৭ সালের বিশ্বকাপে।রায় প্রত্যাখ্যান ফেলানীর বাবা-মারভারতের কোচবিহারে বিএসএফ এর বিশেষ আদালতে ফেলানী হত্যা মামলার পুনর্বিচারের রায়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছে।একে/আরআই
Advertisement