জাতীয় বেতন ও পে-কমিশনের সুপারিশ বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে পর্যবেক্ষণ কমিটি। সুপারিশগুলো প্রয়োজনীয় সংশোধন শেষে আসছে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে।অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগামী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে বলে সূত্র জানিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন ও চাকরি কমিশন গত বছরের ২১ ডিসেম্বর অর্থমন্ত্রীর কাছে সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয়। এর ১০ দিন পর ওই সুপারিশ পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। পরে কয়েক দফা সময় বাড়িয়ে নেয় কমিটি।# নববর্ষ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা# পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় ক্ষোভ# সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই চূড়ান্ত পে স্কেল# দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকার# চূড়ান্ত হলো অষ্টম বেতন কাঠামো # নতুন পে স্কেলের ওপর সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত# প্রতিবেদনের পর পে-কমিশন বিষয়ে সিদ্ধান্ত : মুহিত # বরাদ্দ বাড়ছে বেতন-ভাতা খাতে# ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ# অবশেষে চূড়ান্ত হলো সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো# পে-স্কেল : মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছে সচিব কমিটির সুপারিশএএ/আরআই
Advertisement