খেলাধুলা

স্বপ্নের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (ভিডিও)

ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের ১১তম আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬০ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ।এর আগে মাহমুদউল্লাহর ইতিহাস গড়া সেঞ্চুরির উপর ভর করে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সাত উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ করেন ১০৩ রান। বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের মঞ্চে এটিই টাইগারদের প্রথম সেঞ্চুরি।বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মঈন আলী ও ইয়ান বেল ৪৯ রানের জুটি গড়ে শুভ সূচনা করে। তবে দলীয় ৪৯ রানে মঈন আলী রান আউট হয়ে ফিরলে দলের হাল ধরেন বেল। হেলসকে সাথে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে তোলেন। মাশরাফির বলে আউট হওয়ার আগে অ্যালেক্স হেলস করেন ২৭ রান। রুবেলের এক ওভারে বেল আর মরগান আউট হলে বিপদে পড়ে যায় ইংল্যান্ড।এরপর তাসকিনের বলে ১ রান করে আউট হয় জেমস টেইলর। ৪৬তম ওভারে বাটলারকে আউট করে বাংলাদেশকে খেলায় ফেরায় তাসকিন আহমেদ। পরের বলেই রানআউট হন ক্রিস জর্ডান। ৪৯তম ওভারে রুবেল হোসেন শেষ দুই উইকেট তুলে নিলে টাইগাররা পৌঁছে যায় স্বপ্নের কোয়ার্টার ফাইনালে।টাইগারদের এ জয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান অভিনন্দন জানিয়েছেন।

Advertisement

টাইগারদের জয়ের আরো কিছু সংবাদ...

# টাইগারদের রাষ্ট্রপতির অভিনন্দন # টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন # টাইগারদের মার্কিন দূতাবাসের শুভেচ্ছা # টাইগারদের অভিনন্দন জানালেন গভর্নর # বাংলাদেশ ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন # টাইগারদের সাঈদ খোকনের অভিনন্দন # অ্যাডিলেডে বাংলাদেশের দুরন্তপনা (দেখুন ছবিতে) # ইতিহাসের পাতায় মাহমুদউল্লাহ # জার্সিতে ভালোবাসা # টাইগারদের জয়ে আনন্দ মিছিল # রুবেলের সঙ্গে সবাই হ্যাপি!এমআর/আরএস

Advertisement