টাইগারদের জয়ে আনন্দ মিছিল
ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টাইগারগের এমন জয়ে উল্লাসে ফেটে পড়েছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। রুবেলের বলে শেষ আউটের পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে আনন্দ মিছিল করে ক্রিকেট প্রেমীরা। এ সময় তারা টাইগার, টাইগার, বাংলাদেশ, বাংলাদেশ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে আরও ছিল সাকিব, মাহমুদউল্লাহ, রুবেলদের নাম।
রাজধানীর মিরপুর, খিলগাঁও, বাড্ডা, গুলশান, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন এলাকায় শিশু-কিশোর-যুবক-বৃদ্ধা সব বয়সের লোকেদের এক সঙ্গে মিছিল করতে দেখা যায়। এসময় তারা আনন্দে তাদের অনুভূতি প্রকাশ করতে পারছে না শুধু বাংলাদেশ বাংলাদেশ বলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষার্থীরা
বাংলাদেশের জয়ের বেশি উল্লাস দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জয়ের পরই ঢাবির বিভিন্ন হলে আনন্দ মিছিল বের করে ছাত্ররা। এ সময় তাদের গায়ে ছিল বাংলাদেশের জার্সি। হাতে ছিল বাংলাদেশের পতাকা।
উল্লেখ্য, বিশ্বকাপের ১১তম আসরের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬০ রানেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ।
এর আগে মাহমুদউল্লাহর ইতিহাস গড়া সেঞ্চুরির উপর ভর করে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সাত উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ করেন ১০৩ রান। বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের মঞ্চে এটিই টাইগারদের প্রথম সেঞ্চুরি।
এসআই/বিএ/আরআই