টাইগারদের রাষ্ট্রপতির অভিনন্দন
বিশ্বকাপের ১১তম আসরে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে ১৫ রানে জয়ের পর এ অভিনন্দন জানান তিনি।
রাষ্ট্রপতি অভিনন্দনবার্তায় বাংলাদেশ দলের খেলোয়ার, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
তিনি আশা করেন, বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে।
রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিএ/আরআই