বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু মারা গেছেন


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৩ মে ২০১৫

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টু মারা গেছেন। রোববার দুপুর ১২টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইস উদ্দিন দাবি করেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পিন্টু মারা যান।

রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জাগো নিউজকে জানান, বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিভিন্ন অসুখে ভুগছিলেন। হার্ট, কিডনি, উচ্চ রক্তচাপসহ চোখ ও বুকের সমস্যাও ছিল তার। সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালে গ্রেফতার হন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু। তার বিরুদ্ধে বিদ্রোহী বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ আনা হয়। অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত ২০ এপ্রিল তাকে কাশিমপুর কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এর আগেও গত সপ্তাহে হার্টের সমস্যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

# একনজরে নাসির উদ্দিন পিন্টু
# পিন্টুর মৃত্যুতে খালেদা জিয়ার শোক
শেষ ইচ্ছা পূরণ হলো না পিন্টুর
# গ্রেনেড হামলাসহ ৬ মামলার আসামি পিন্টু

# ষড়যন্ত্র ও পরিকল্পনা করে পিন্টুকে হত্যা করা হয়েছে : রিন্টু 
# পিন্টুর ময়নাতদন্ত শুরু : লাশ নেবেন বড় ভাই রিন্টু
# পিন্টুর ময়নাতদন্ত শেষ : স্বজনদের কাছে লাশ হস্তান্তরের অপেক্ষা


এএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।