ষড়যন্ত্র ও পরিকল্পনা করে পিন্টুকে হত্যা করা হয়েছে : রিন্টু
ষড়যন্ত্র ও পরিকল্পনা করে নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ভাই নাসিম উদ্দিন আহমেদ রিন্টু। রোববার দুপুরে পিন্টুর বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম বলেন, হাইকোর্ট ও আদালতের নির্দেশ ছিল পিন্টুকে রাজধানীর ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা অন্যকোনো হাসপাতালে চিকিৎসা সেবা দেয়ার কথা ছিল। কিন্তু তাকে ঢাকায় চিকিৎসা না দিয়ে রাজশাহী কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এ বিষয়ে আমাদের অবগত করা হয়নি।
উল্লেখ্য, রোববার দুপুর ১২টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টু।
# পিন্টুকে যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়নি : দাবি স্বজনদের
এমএম/বিএ/আরআইপি