কোকোর মরদেহ আসছে মঙ্গলবার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকের লাশ মঙ্গলবার সকালে বাংলাদেশে নিয়ে আসা হবে। রোবরার দুপুরে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার মরদেহ বাংলাদেশে আনার জন্য মঙ্গলবার সকালের ফ্লাইটে টিকেট কাটা হয়েছে।
এদিকে আরাফাত রহমান কোকোর প্রথম নামাজে জানাজা মালয়েশিয়ার জাতীয় মসজিদ নাগারায় সম্পন্ন হয়েছে। জানাযা শেষে তার লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তবে বাংলাদেশ আনার পর তার দাফন কোথায় হবে এ বিষয়কে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
আরাফাত রহমান ২০০৮ সাল থেকে স্বপরিবারে মালয়েশিয়ায় বসবাস করছিলেন।গতকাল শনিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে আরাফাত রহমান কোকো (৪৫) মৃত্যুবরণ করেন।
এ সম্পর্কিত আরও সংবাদ-
# এখনও অস্বাভাবিক খালেদা জিয়া
# কোকোর জানাজায় অংশ নেবে আওয়ামী লীগ : মায়া
# কোকোর মৃত্যুতে কোরআনখানী ও দোয়া মাহফিল
# মালয়েশিয়ায় কোকোর জানাজা সম্পন্ন
# সর্বসাধারণের জন্য গুলশানে শোক বই
# সমবেদনা জানাতে গুলশানে হেফাজত প্রতিনিধিরা
# গুলশান কার্যালয়ে বি.চৌধুরী
-এমএম/আরএস