কোকোর মৃত্যুতে কোরআনখানী ও দোয়া মাহফিল


প্রকাশিত: ০৭:২৫ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সারাদেশে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদি দল বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

রোববার দেশের বিভিন্নস্থানে কোরআনখানী ও দোয়া মাহফিলের খবর পাওয়া গেছে। এরআগে শনিবার আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাৎক্ষনিকভাবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া কোকোর নিজ জেলা বগুড়াতেও কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোকোর রুহের মাগফেরাত কামনা করে বগুড়ার সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকোর মৃত্যুতে দুই দিনের শোক ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ২৫ ও ২৬ জানুয়ারি দেশব্যাপী মসজিদে মসজিদে কোরানখানী ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে দলটি।

এদিকে আরাফাত রহমান কোকোর মরদেহ সোমবার বাংলাদেশে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়া বিএনপির নেতৃবৃন্দ। মরদেহ নিয়ে আসতে ইতোমধ্যেই কোকোর মামা শামীম ইস্কান্দার মালয়েশিয়া গেছেন বলে জানিয়েছে দলীয় সুত্র।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।