ব্যান্ডউইথের দাম কমলেও সুফল পাবেন না গ্রাহকরা


প্রকাশিত: ০৭:৫০ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমছে আজ (১ সেপ্টেম্বর) থেকে। নতুন মূল্য অনুযায়ী ৬২৫ টাকায় এক এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ পাওয়া যাবে। তবে পাইকারি পর্যায়ে ব্যান্ডউইথের এ দাম কমলেও এর কোনো সুফল পাবেন না সাধারণ গ্রাহকরা।

আগে ১ এমবিপিএস ইন্টারনেটের দাম ছিল ১ হাজার ৬৮ টাকা। এখন সেটি কমিয়ে ৬২৫ টাকা করা হয়েছে। ন্যূনতম ১০ গিগাবাইট ব্যান্ডউইথ কিনলে এই মূল্য পাওয়া যাবে। এই মূল্য কেবল ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে কার্যকর হবে। কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) বা মোবাইল অপারেটরগুলোর কেউই এই কম দামের সুফল গ্রাহককে দিতে পারছে না।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ বিষয়ে জাগো নিউজকে বলেন, দেশের মানুষের কাছে স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার এ পর্যন্ত ৮ বার ব্যান্ডউইথের দাম কমিয়েছে। কিন্তু গ্রাহক পর্যায়ে এর সুফল খুব বেশি দেখা যাচ্ছে না। এ জন্য তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এনটিটিএন (ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক), আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) এবং মোবাইল অপারেটরদের নিয়ে বসে দ্রুত গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, এই দাম কমানোর সুফল পাবেন না ভোক্তারা। কারণ বিএসএসএলএল-এর কাছ থেকে কমপক্ষে ১০ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) পরিমাণ ব্যান্ডউইথ কিনতে হয়।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক জাগো নিউজকে বলেন, সবাই বলছে ব্যান্ডউইথের দাম কমিয়েছে সরকার কিন্তু নতুন ব্যান্ডউইথের দাম গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে হলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলোকে যে কঠিন শর্ত পূরণ করতে হবে সেগুলোর কথা কেউ বলছে না।

তিনি আরো বলেন, এই দাম প্রযোজ্য হবে কেবল ১০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ স্ল্যাবের ক্ষেত্রে। কিন্তু ১০ জিবিপিএস বান্ডেল কেনার সামর্থ্য রয়েছে হাতে-গোনা কয়েকটি আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে)।  এছাড়া আইআইজিগুলো (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) তো আর আইএসপিদের এই দামে ব্যান্ডউইথ দেবে না। সরকারের রাজস্ব এবং এনটিটিএন ব্যয় বহন করে আইআইজিগুলো যে দামে আমাদের ব্যান্ডউইথ দেবে সেখানে নিজেদের খরচ যুক্ত করে গ্রাহকদের দেওয়ার আর কিছু থাকে না।

ব্যান্ডউইথ কেনার শর্তগুলো শিথিল এবং ১০-কে ৫ জিবিপিএস না করলে যতই দাম কমানো হোক না কেন গ্রাহকদের কাছে এর সুবিধা পৌঁছে দেয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন এমদাদুল হক।

# ব্যান্ডউইথের দাম কমলো

এআরএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।