ব্যান্ডউইথের দাম কমলো
দেশে প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমেছে ৪৪৩ টাকা। তবে এই মূল্য কেবল ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে কার্যকর হবে বলে জানা গেছে। নতুন মূল্য মঙ্গলবার থেকে কার্যকর হবে।
সর্বস্তরের মানুষকে কম দামে ও ক্রয় ক্ষমতার মধ্যে ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আগে ১ এমবিপিএস ইন্টারনেটের দাম ছিল ১ হাজার ৬৮ টাকা। এখন সেটি কমিয়ে ৬২৫ টাকা করা হয়েছে। নূন্যতম ১০ গিগাবাইট ব্যান্ডউইথ কিনলে এই মূল্য পাওয়া যাবে।
এআরএস/পিআর