জগমোহন ডালমিয়া আর নেই


প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া আর নেই। রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক প্রকাশ করেছেন।

বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ হঠাৎ বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তড়িঘড়ি তাকে বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তাকে সিসিইউ-তে চিকিৎসা দেয়া হচ্ছিল।

সেখানেই তার অ্যাঞ্জিওগ্রামও হয়। অবশেষে রোববার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আইসিসি প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ভারতের ক্রিকেট বোর্ডে যোগ দেন জগমোহন ডালমিয়া। ১৯৮৩ সালে বোর্ডের কোষাধক্ষ হন তিনি। একাধিকবার বোর্ড সভাপতি পদে ছিলেন জগমোহন ডালমিয়া।

## কেওড়াতলায় জগমোহন ডালমিয়ার শেষকৃত্য
## জগমোহন ডালমিয়ার মৃত্যুতে ​রাষ্ট্রপতির​ শোক
## জগমোহন ডালমিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
## জগমোহন ডালমিয়ার মৃত্যুতে ​শচীনের শোক

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।