রোববার থেকে আবারো ৭২ ঘণ্টার হরতাল


প্রকাশিত: ০৯:৫১ এএম, ০৭ মার্চ ২০১৫

চলমান অবরোধের পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগামীকাল রোববার থেকে আবারও ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়েছে। রোববার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত এ হরতাল চলবে। এছাড়া ৯ মার্চ সোমবার সারাদেশে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ শনিবার দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানান।

সোমবার সারাদেশে সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল কর্মসূচি পালন করবে ২০ দলীয় জোট।

বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘসহ সব বিশ্বসংস্থা ও আন্তর্জাতিক মহলের স্বীকৃতিবিহীন একটি প্রহসনমূলক নির্বাচনী নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছে। শতকরা ৯৫ ভাগ ভোটারবিবর্জিত স্বঘোষিত স্বৈরাচারী সরকার দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষমতায় টিকে থাকার মহড়া দিয়ে যাচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাকশালী শাসনের পুরনো মডেলের নুতন সংস্করণই বর্তমান আওয়ামী লীগের শাসকগোষ্ঠী অনুসরণ করে যাচ্ছে হত্যার রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে।

# রোব ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত
# আবারো স্থগিত হলো কামিল পরীক্ষা

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।