পরিবহন ভাড়া বাড়ালো সরকার


প্রকাশিত: ০৬:১৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

গ্যাসের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে পরিবহনের ভাড়া বাড়ালো সরকার। বাস ও মিনি বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার দশ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী বাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৬০ পয়সা। আর মিনি বাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা আগে ছিল ১ টাকা ৫০ পয়সা। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া করা হয়েছে ৭ টাকা।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। আগামী ১ অক্টোবর থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে।

একই সঙ্গে অটোরিকশার প্রথম ২ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর চালকের কাছ থেকে মালিকের দিনপ্রতি জমা নির্ধারণ ৬০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০০ টাকা।

সিএনজি অটোরিকশার সর্বনিম্ন ভাড়া ৪০ টাকা
# দূরপাল্লার বাস ভাড়া বাড়বে না

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।