সিএনজি অটোরিকশার সর্বনিম্ন ভাড়া ৪০ টাকা


প্রকাশিত: ০৭:১৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

সিএনজি অটোরিকশার সর্বনিম্ন ভাড়া ৪০ টাকা নির্ধারণ করেছে সরকার। আগে সর্বনিম্ন ভাড়া ছিল ২৫ টাকা। ১ নভেম্বর থেকে এ ভাড়া কার্যকর হবে।

বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

সিএনজি অটোরিকশার মালিকদের কাছে জমা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে। যানজটে আটকে থাকলে আগে ভাড়া ছিল ১ টাকা ৪০ পয়সা, সেটি বাড়িয়ে ২ টাকা করা হয়েছে।

এসএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।