আজকের জোকস : ০৪ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৫:০৭ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

জীবনের লক্ষ্য : স্যার ছাত্রীদেরকে `আমার জীবনের লক্ষ্য` রচনা লিখতে বললেন। সবাই লিখছে, হঠাৎ দেখলেন এক ছাত্রী না লিখে বসে আছে।
স্যার: কি ব্যাপার! তুমি লিখছ না কেন?
ছাত্রী: স্যার, আমার জীবনের লক্ষ্য হলো প্রধানমন্ত্রী হওয়া। আর প্রধানমন্ত্রী নিজে কিছু
লেখেন না বরং তার পি.এস লেখেন। তাই আমি বসে আছি।

*****

মেয়ে: আমি যদি তোমাকে না পাই তাহলে, পানিতে ডুবে মরব।
ছেলে: লাভ নাই।
মেয়ে: কেন?
ছেলে: কারন, প্রেমের মরা, জলে ডোবে না। অন্য উপায় বের কর।

*****

স্যার: এই যে পিন্টু, কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছো না কেন?
পিন্টু : মা বাবা বাড়িতে নেই স্যার!
স্যার: কোথায় গেছেন?
পিন্টু: বাবা জেলে, আর মা হাসপাতালে।
স্যার: খুবই দুঃখের ব্যাপার।
পিন্টুঃ না স্যার আসলে, আমার মা ডাক্তার আর বাবা জেলখানায় চাকরি করে।

# আজকের জোকস : ০৩ সেপ্টেম্বর ২০১৫
# আজকের জোকস : ০১ সেপ্টেম্বর ২০১৫
# আজকের জোকস : ৩১ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ৩০ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৯ আগস্ট ২০১৫

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।