আজকের জোকস : ২৯ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৬:১২ এএম, ২৯ আগস্ট ২০১৫

হাবিলদার : স্যার, এই হালায় রোজা না রাইখা বিড়ি খাইতাছে!
অফিসার : হালারে বাইন্ধা রাখ, আমি লাঞ্চ কইরা আসতেছি।

***
১ম ফকির : আইজকা মতিঝিলে একখান ১০০ টাকার নোট কুড়ায়ে পাইছিলাম!
২য় ফকির : কস কী? তোর দেখি বিরাট ভাইগ্য!
১ম ফকির : আরে না, নোট খান জাল আছিল, তাই ফালাইয়া দিছি!
২য় ফকির : জাল আছিল ক্যামনে বুঝলি?
১ম ফকির : তুই কোনোদিন ১০০ টাকার নোটে ১ এর পরে তিনটা শূন্য দেখছস?

***
শিমুল একবার এক কেমিস্টের কাছে গিয়ে বললো, ভাই একটু সাহায্য করবেন?
কেমিস্ট : হ্যাঁ, বলুন।
শিমুল এবার তার ওষুধের বোতল থেকে এক চামচ ওষুধ কেমিস্টকে খাইয়ে জিজ্ঞেস করলো, মিষ্টি নাকি?
কেমিস্ট : নাতো, কেন?
শিমুল : আরে এটাই জানার ছিল। ডাক্তার বলেছিল যে, কেমিস্টের কাছে গিয়ে চেক করাতে যে প্রসাবে সুগার আছে কি না।

***
এক লোক অনেক বছর ধরে বিয়ের জন্য মেয়ে দেখে বেড়াচ্ছেন। কিন্তু কিছুতেই তার কোনো মেয়েকে পছন্দ হচ্ছে না। বছরের পর বছর ধরে সে মেয়ে দেখে বেড়াচ্ছে। অতঃপর এবার একটি মেয়ে দেখতে গেলে বাঁধে বিপত্তি। মেয়ের মা পাত্রকে দেখে অজ্ঞান হয়ে যায়। হুশ ফিরে আসার পর সবাই তাকে জিজ্ঞেস করলো, পাত্রকেদেখে বেহুঁশ হলে কেন? মেয়ের মা বললো, ২০ বছর আগে সে আমাকেও দেখতে এসেছিল!

# আজকের জোকস : ২৮ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৭ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৬ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৫ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৪ আগস্ট ২০১৫

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।