গভীর শ্রদ্ধা আর ভালবাসায় জাতীয় কবিকে স্মরণ


প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৭ আগস্ট ২০১৫
ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় বাঙালি জাতি স্মরণ করেছে কবিকে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে কবি নাতনি মিষ্টি কাজীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় বিদ্রোহী কবিকে স্মরণ। এরপর একে একে শ্রদ্ধা জানাতে আসেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. আবদুস সোবাহান গোলাপের নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ড. আসাদুজ্জামান রিপন এর নেতৃত্বে বিএনপি নেতারা, ছাত্রলীগ সভাতি-সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এরপর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মরণ করা হয় জাতীয় কবিকে। এদিকে জাতীয় কবি নজরুল ইসলামের ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে- নজরুল ইনস্টিটিউট কর্তৃক আলোচনা সভা ও বাংলা একাডেমিতে বিকেল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে রয়েছে নানা অনুষ্ঠান।

উল্লেখ্য, ১৩৮৩ বঙ্গাব্দের আজকের এই দিনে (১৯৭৬ সালের ২৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

# জাতীয় কবির ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।