২৯ জুলাই : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৯ জুলাই ২০১৫

সাকার মৃত্যুদণ্ড বহাল
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

সাকার রায় ঐতিহাসিক : আওয়ামী লীগ
মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির যে রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছেন তাকে ঐতিহাসিক রায় বলেছে আওয়ামী লীগ।

সাকার রায়ে বিএনপি হতাশ, বিস্মিত ও বেদনাহত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় বিএনপি হতাশ, বিস্মিত ও বেদনাহত বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ড. অসাদুজ্জামান রিপন। বুধবার বিকেলে ৫টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিসিদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে সেবামুখী মানসিকতা নিয়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করার জন্য বিভাগীয় ও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

পানির নিচে মহেশখালী দ্বীপ : শিশুসহ নিহত ৪
পূর্ণিমার জোয়ার ও গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় মহেশখালী দ্বীপের বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মঙ্গলবার এখানে নিহত হয়েছেন শিশুসহ চার জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। বন্যায় তলিয়ে গেছে অসংখ্য কাঁচা বাড়ি। গোটা উপজেলা বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গতদের নিরাপদে নিয়ে আসতে সন্ধ্যার পর থেকে প্রশাসনের নানামুখি তৎপরতা শুরু হয়।

ভোটার তালিকা হালনাগাদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান
ভুল ও অপব্যাখ্যা দিয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি ও তা না ছড়ানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, সম্প্রতি একটি বেসরকারি সংস্থা এবং কোন কোন মহল থেকে ভোটার তালিকা হালনাগাদের বয়স নিয়ে ভিন্নমত প্রকাশ করা হচ্ছে।

ইসি এসব বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়ে বলেছে, ভোটার তালিকা হালনাগাতে আইন অনুযায়ী কোনভাবেই অপ্রাপ্তবয়স্কদের তালিকাভুক্ত করার সুযোগ নেই।

উর্দুই হচ্ছে পাকিস্তানের প্রশাসনিক ভাষা
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইংরেজিকে হটিয়ে মাতৃভাষা উর্দুই হচ্ছে পাকিস্তানের প্রশাসনিক ভাষা। পাকিস্তানের পরিকল্পনা, জাতীয় সংস্কার ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল বুধবার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

অস্থায়ী পশুর হাট না বসানোর অনুরোধ ডিএমপির
রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকাগুলোতে অস্থায়ী পশুর হাট না বসানোর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে কয়েকটি সুপারিশমালাও তুলে ধরেছে ডিএমপি। এই মর্মে সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বরাবর একটি চিঠি ইস্যু করে ডিএমপি।

স্ত্রীকে হত্যার পর চিরকুট লিখে নিজের আত্মহত্যা
মানিকগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।  বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের উত্তর সেওতা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, বাউল শিল্পী সাথী সরকার (৩২) ও তার স্বামী আশিক খান ফারুক (৩৫)।  মৃত্যুর আগে স্ত্রীকে হত্যা করে নিজে না ফেরার দেশে চলে যাচ্ছে মর্মে একটি চিরকুট লিখে গেছে ঘাতক স্বামী।

অনুমোদনহীন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে ৯ বিশ্ববিদ্যালয়
দেশের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনহীন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে বলে প্রমাণ পেয়েছে সংসদীয় কমিটি। ওই সকল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দ্রুত নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার তাগিদ দিয়েছে।

আরএফএলের আয় বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ।  চলতি বছরের প্রথম ৬ মাসে আয় করেছে ১ টাকা ৭১ পয়সা। যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৮৮ শতাংশ বেশি।


এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।