১৩ জুলাই : একনজরে সারাদিনের খবর
নূর হোসেনের ওয়ার্ডে উপ-নির্বাচন : প্রতীক বরাদ্দ মঙ্গলবার
সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে মঙ্গলবার। জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. তারিফুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তাদের প্রার্থিত প্রত্যাহার করেনি। মঙ্গলবার দুপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষার মান উন্নত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার রাজধানীর ব্যানবেইস’র সম্মেলন কক্ষে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা জানান।
রাজন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি প্রগতিশীলদের
শিশু শেখ সামিউল আলম রাজনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। তাই অবিলম্বে সামিউল আলম রাজনের হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
রাজন হত্যা : আসামি কামরুল সৌদিতে গ্রেফতার
সিলেটের শিশু রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম (২৮)কে সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে। সোমবার দেশটির জেদ্দায় তাকে গ্রেফতার করা হয়। লেবার কাউন্সিলর মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চত করেছেন।
সিলেকশন গ্রেড স্কেল পেলেন ৬শ’ চিকিৎসক
ঈদের প্রাক্কালে স্বাস্থ্য সেক্টরের ৫ম ও ৭ম গ্রেডের ৬শ’ চিকিৎসককে সিলেকশন গ্রেড স্কেল প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) এক সভায় তাদের এ সিলেকশন গ্রেড স্কেল প্রদান করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুরে দুটি ওয়াচ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের চিঠি সিইসির কাছে
সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বহিষ্কারের পর সংসদ সদস্য পদ নিয়ে জটিলতার অবসানের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার বিকেলে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের কাছে চিঠি পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব হেলাল চৌধুরী। বিকেল তিনটায় বিশেষ বাহক মারফত এ চিঠি নির্বাচন কমিশন গ্রহণ করেছেন বলে জানা গেছে।
মন্ত্রিসভায় রদবদল : মঙ্গলবার শপথ
অবশেষে মন্ত্রিসভায় আবারো রদবদল হচ্ছে। আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, র.আ.ম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি এবং সংসদ সদস্য তারানা হালিম।
আমজাদ খান চৌধুরীর জানাজা সামরিক জাদুঘর মাঠে
দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর জানাজা ১৫ জুলাই বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বিজয় সরণিস্থ বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে অনুষ্ঠিত হবে।
মাতৃত্বকালীন ছুটি : ছয় বছরেও বাস্তবায়ন হয়নি প্রধানমন্ত্রীর ঘোষণা
‘আমার সহোদর দুই ভাই প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার সঙ্গে আমি বহু বছর যাবত জড়িত। সত্যি কথা বলতে এ দুটি বেসরকারি প্রতিষ্ঠানের একটিতেও কর্মজীবী মায়েদের মাতৃত্বজনিত ছুটি প্রদান ও বেতনভাতা দেয়ার নিয়ম পূর্ণাঙ্গরুপে পালিত হচ্ছেনা। অথচ মা ও নবজাতক শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে শিশুটির জন্মের পর ছয়মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর সুযোগ করে দেয়ার জন্য মাতৃত্বকালীন ছুটি দেয়া প্রয়োজন।’
সোমবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) এর সম্মেলন কক্ষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৫ উপলক্ষে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) আয়োজিত নীতি নির্ধারকদের এক বৈঠকে পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ) ডা. মোহাম্মদ শরীফ ব্যক্তিগত অভিজ্ঞতার প্রেক্ষিতে কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন ছুটি না পাওয়ার বিষয়টি অকপটে স্বীকার করে এ সব কথা বলেন।
ওরা কাঁদলো, সবাইকে কাঁদালো!
পাচারের পর ভারতের পতিতালয়ে বিক্রি করে দেয়া হয়েছিল ওদের। কেউ এক বছর আবার কেউ কেউ দুই/তিন বছর নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুপুরী থেকে ফিরে আসবে পিতা-মাতার বুকে সেটি কল্পনায়ও ছিল না ওদের। এমনই ৪৭ জনকে ফিরিয়ে দেয়া হলো পিতা-মাতার বুকে। পিতা-মাতা ও সন্তানের অশ্রুসিক্ত মিলনমেলায় তারা কাঁদলেন এবং কাঁদালেন সবাইকে।
৬ বছরের শিশুর হৃদপিণ্ড থেকে বের হল পেনসিল
সফল অস্ত্রোপচারে শিশুর হৃদপিণ্ড থেকে বের করে আনা হল পেনসিল। কঠিন এই অস্ত্রোপচারটি করেছেন ভারতের মাধবপুরের ম্যাক্সকিউর হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জিকাল টিম।
স্কুল থেকে ফেরার পথে হঠাৎ পড়ে যায় ৬ বছরের চরণ। তখনই পেনসিল ঢুকে যায় তার হৃদপিণ্ডে। চরণের বাবা, মা তাকে নিয়ে যান ওয়ারেঙ্গলের এমজিএম হাসপাতালে। সেখান থেকে হায়দরাবাদের ম্যাক্সকিওর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ইমেজ স্ক্যানিংয়ের পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক সমীর দিওয়ালে।
মন্ত্রিসভার বৈঠকে সৈয়দ আশরাফ অনুপস্থিত
সদ্য দফতর হারানো মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতেই হয়ে গেল মন্ত্রিসভার বৈঠক। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুপস্থিত ছিলেন এ দফতরবিহীন মন্ত্রী।
পেপল আসছে বাংলাদেশে!
অনলাইন আউটসোর্সিং খাতের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্চেন্ট (পেমেন্ট প্রসেসর) পেপল আসছে বাংলাদশে। সোম ও মঙ্গলবার পেপলের সঙ্গে বৈঠকের পরই আসতে পারে এমন সুখবর।
পেপলের সঙ্গে দুটি বৈঠক করতে বর্তমানে যুক্তরাষ্ট্র রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পেপলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আগ্রহের কারণে বৈঠক দুটি বিশেষ মর্যাদা পেতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএইচএস/আরআই