আমজাদ খান চৌধুরীর জানাজা সামরিক জাদুঘর মাঠে


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৩ জুলাই ২০১৫

দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর জানাজা ১৫ জুলাই বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বিজয় সরণিস্থ বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের পরিবর্তে সামরিক জাদুঘর মাঠে এ জানাজা অনুষ্ঠিত হবে বলে সোমবার মরহুমের পারিবারিক সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

পারিবারিক সূত্র আরও জানায়, মঙ্গলবার বিকেলে আমজাদ খান চৌধুরীর মরদেহ দেশে আনা হবে। বুধবার জানাজা শেষে বেলা ৩টায় বনানীস্থ সামরিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, আমজাদ খান চৌধুরী গত ৮ জুলাই বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক ইউনির্ভাসিটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

# আমজাদ খান চৌধুরীর মরদেহ আসছে মঙ্গলবার

এসএইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।