সালাহউদ্দিনের ব্যাপারে কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় মেঘালয় পুলিশ
দুই মাসেরও বেশি ‘নিখোঁজ’ থাকার পর সম্প্রতি ভারতের মেঘালয়ে পুলিশের হাতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এরপর কী করা হবে, তা জানতে কেন্দ্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে মেঘালয় পুলিশ। কিন্তু দিল্লী থেকে এখনও এ সম্পর্কিত কোনো নির্দেশ এসে পৌঁছোয়নি বলে জানা গেছে।
শিলংয়ের পুলিশ জানিয়েছে, তারা চিকিৎসকের সম্মতির অপেক্ষাও করছেন। আর তা পেলেই সালাহউদ্দিনকে আদালতে তোলা হবে।
ইস্ট খাসি হিলস সুপারিনটেনডেন্ট এম খারখ্রাং বলেন, ‘আমরা এখনো সিবিআই থেকে নির্দেশনা পাওয়ার অপেক্ষায় আছি। দিল্লি থেকে কোনো সংকেত পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব’।
এদিকে, মেঘালয় রাজ্যের ডিজিপি রাজীব মেহতা বলেন, ‘তাকে কোনো রকম খাতির করা হচ্ছে না। তিনি বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ হতে পারেন, কিন্তু আমাদের চোখে একজন সাধারণ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই হিসেবেই তার বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।`
অন্যদিকে, সালাহউদ্দিনের সঙ্গে এরমধ্যে তার দু’জন আত্মীয় দেখা করেছেন। কিন্তু তার স্ত্রী হাসিনা আহমেদকে ভারতে যাওয়ার জন্য এখনো ভিসা দেওয়া হয়নি। তিনি জানিয়েছেন, তাকে বলা হয়েছে তার ভিসা প্রক্রিয়াধীন রয়েছে।
# সহসাই দেশে ফেরা হচ্ছে না সালাহউদ্দিনের
এসআরজে