কীভাবে নির্বাচন করবেন, একটা সনদ করেন—রাজনৈতিক নেতাদের ড. ইউনূস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৭ অক্টোবর ২০২৫
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস/ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে করা হবে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর নেতাদের একটি সনদ তৈরি করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই জাতীয় সনদের ঐক্যের সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাবো। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐকমত্যে যেমন আমরা সনদ করলাম, তেমনি রাজনীতির ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে আপনারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করেন, কীভাবে নির্বাচন করবেন।’

আরও পড়ুন
জুলাই সনদ সারা পৃথিবীর জন্য বড় রকমের উদাহরণ হয়ে থাকবে: ড. ইউনূস
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করলো ২৫ রাজনৈতিক দল

প্রধান উপদেষ্টা অনুরোধ জানিয়ে বলেন, ‘যেমন-তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া হলো। তাহলে লাভটা কী হলো? এ কথা লিখে (সনদে) আমার লাভ কী হলো? কথা লিখলাম কিন্তু কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। আমার একটা অনুরোধ- আপনারা ঐকমত্য কমিশন বলেন, কমিটি বলেন; নিজেরা বসুন, নির্বাচনটা কীভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করবেন।’

এমইউ/একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।