ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেডিকেলের প্রশ্ন ফাঁস : ইউজিসির সহকারী পরিচালকসহ আটক ৩

প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

শুক্রবার সকালে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সকালে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাদের আটক করে।

আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ইউজিসির সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। প্রশ্নপত্রগুলো যাচাই-বাচাই করা হচ্ছে। প্রশ্নপত্রগুলো আজকে অনুষ্ঠিত মেডিকেলের ভর্তি পরীক্ষার কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

# ডাক্তার-শিক্ষক অতঃপর প্রশ্ন ব্যবসায়ী
# মেডিকেলে ভর্তির রফা ১২ লাখ টাকায়!
# প্রশ্নপত্র ফাঁস নিয়ে চিন্তিত মন্ত্রণালয়-অধিদফতর
# প্রশ্ন ফাঁসে আইন প্রয়োগের দৃষ্টান্ত নেই : ড. ইফতেখারুজ্জামান
# ফেসবুকে অফারের ছড়াছড়ি : মেডিকেল প্রশ্নপত্র ফাঁস!

জেইউ/এআরএস/এমএস