ভ্যাট নিয়ে অর্থমন্ত্রীর তিন ধরনের বক্তব্য
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর টিউশন ফির উপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট নিয়ে গত তিন দিনে তিন ধরনের কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে সংশ্লিষ্টদের মনে বিভ্রান্তি বাড়ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কারণে শিক্ষার্থী-অভিভাবক এমনকি সাধারণ মানুষের কাছে ভ্যাট নিয়ে সুনির্দিষ্ট কোনো বার্তা নেই। ফলে সংকট না কেটে বরং বাড়ছে। ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা রাজধানীতে রাজপথ অবরোধ করে। এতে ওইদিন ঢাকা ছিল কার্যত অচল।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে ওইদিন তিনি সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে বলেন, ভ্যাট প্রত্যাহার করার কোনো কারণ নেই। এ ভ্যাট দেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্ররা নয়। এ জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো টিউশন ফি বাড়াতেও পারবেন না।
মন্ত্রীর ওই বক্তব্যের পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। তাতেও একই ধরনের বক্তব্য ছিল। এছাড়া বৃহস্পতিবার জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই ধরনের কথা বলেন। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ধার্যকৃত ভ্যাট শিক্ষার্থীরা নয়, দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরের দিন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আলটিমেটলি শিক্ষার্থীদের ওপরই এটা (ভ্যাট) যাচ্ছে। এ বছর বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওপর কিছুই চার্জ করবে না। কিন্তু ভবিষ্যতে যখন ফি নির্ধারণ করবে, এটার একটা হিসাব নেবে।
সিলেটে বক্তব্যের পর এমনিতেই শিক্ষার্থীরা দ্বিধাদ্বন্দ্বে ছিল। কিন্তু শুক্রবারের এ বক্তব্যের পর শিক্ষার্থীদের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে ওইদিন শিক্ষার্থীরা শনিবার থেকে ধর্মঘট ডাক দেয়। এক্ষেত্রে কেউ তিন দিন, কেউ একদিন আবার কেউ লাগাতার ধর্মঘট ডাকে। সে অনুযায়ী শনিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটসহ নানা কর্মসূচি পালিত হয়।
এমন পরিস্থিতিতে শনিবার বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রীর বক্তব্য আবারো পরিবর্তন হয়। এদিন অর্থমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ফি নেয়, তা খুবই হাই। কর্তৃপক্ষকে আমি বলেছি যে এ সাড়ে সাত শতাংশ ভ্যাট, যেটা টিউশন ফি আদায় হচ্ছে সেখান থেকে দিতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে রাজি হয়েছে। এখন শিক্ষার্থীদের বলছি, তোমরা যদি নজর না দাও তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি, ডেভেলপমেন্ট ফান্ড কিংবা অন্য কোনো নামে তোমাদের কাছ থেকে এ অর্থ তুলে নেবে। সে জন্য আগামী বছরের প্রস্তুতি নাও, যেন ফি না বাড়ে।
রাজস্ব বাড়াতে খোঁচা দিতে হয় : অর্থমন্ত্রী
ভ্যাট দেবে শিক্ষার্থীরাই : মুহিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট কমানো হবে না : অর্থমন্ত্রী
শিক্ষার্থীরা নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় : প্রধানমন্ত্রী
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক