বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট কমানো হবে না : অর্থমন্ত্রী


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৪ আগস্ট ২০১৫
ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপিত ভ্যাট কমানোর হবে না। ভ্যাট কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকেও আমি সমর্থন করি না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার দুপুর ১২টায় সিলেট সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাগবাড়ি শিশু সদনের শিশুদের মাঝে কাপড় বিতরণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী।

ভ্যাট বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন, `তারা ৫০ হাজার টাকা, ৩০ হাজার টাকা বেতন দিতে পারে। মাত্র সাড়ে সাত শতাংশ ভ্যাট কেনো দেবে না ? তাদের আন্দোলনে কোনোভাবেই আমার সমর্থন নেই।`

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, `কয়েকটি হত্যার ঘটনা বাদ দিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ স্থিতিশীল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা অনেক কাজ করেছি। আর পুলিশ সদস্য সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। গত পাঁচ বছরে পুলিশের সংখ্যা প্রায় ৩০ হাজার বাড়ানো হয়েছে। এই মেয়াদে আরো ৫০ হাজার বাড়ানো হবে। সর্বসাকুল্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।`

প্রসঙ্গত, এ বছর প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উপর ১০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তা সাড়ে সাত শতাংশে নামানো হয়। শিক্ষার উপর এ ভ্যাট বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।