ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এবার সেলফিতে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ তথ্য প্রযুক্তিতে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী হঠাৎ হঠাৎ চমকে দেয়ার মতো কাজ করেন। যেমন; লাইভ অনুষ্ঠানে সকাল বেলা রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফোন করেছিলেন চ্যানেল আইয়ে।

এবার তাকে দেখা গেলো সেলফিতে। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর আবদারেই সেলফিতে দেখা গেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেলফি তুলেছেন জুনায়েদ আহমেদ পলক নিজেই।

শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর সেলফি সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকে দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময়ই দেশকে এগিয়ে নেয়ার, মানুষের জীবনযাত্রাকে সহজ করার চেষ্টা করছি। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে তারা সব কাজই অনেক সহজে করছেন। তাদের জীবন যাত্রার মান বদলেছে। এই বদলটা ধরে রাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে, এটার ব্যবহার যেন সামাজিক অবক্ষয় সৃষ্টি না করে।

উল্লেখ্য, দেশে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং দেশীয় ইন্টারনেট পণ্য ও সেবার মান প্রসারের লক্ষ্যে শনিবার থেকে শুরু হয়েছে ইন্টারনেট উৎসব। রাজধানীর বনানী মাঠে দুপুর ২টায় শুরু হয় এ উৎসব।

দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি বিভাগ) যৌথ উদ্যোগে ঢাকা, রাজশাহী ও সিলেটে তিনটি বড় এক্সপোসহ সারাদেশে চারশ ৮৭টি উপজেলায় একযোগে ইন্টারনেট উৎসব পালিত হচ্ছে।

## এখন গ্রামের মানুষকে কেউ ঠকাতে পারে না : প্রধানমন্ত্রী

এসএইচএস/বিএ