এখন গ্রামের মানুষকে কেউ ঠকাতে পারে না : প্রধানমন্ত্রী
এখন মানুষ প্রতিনিয়তই জীবনের বিভিন্ন কাজে অনলাইনের সাহায্য নিচ্ছেন। গ্রামের কৃষকেরা মোবাইলের মাধ্যমে তথ্য নিচ্ছেন। ফলে এখন আর গ্রামের মানুষকে কেউ ঠকাতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময়ই দেশকে এগিয়ে নেওয়ার, মানুষের জীবনযাত্রাকে সহজ করার চেষ্টা করছি। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে তারা সব কাজই অনেক সহজে করছেন। তাদের জীবন যাত্রার মান বদলেছে। এই বদলটা ধরে রাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে, এটার ব্যবহার যেন সামাজিক অবক্ষয় সৃষ্টি না করে।
উল্লেখ্য, দেশে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং দেশীয় ইন্টারনেট পণ্য ও সেবার মান প্রসারের লক্ষ্যে শনিবার থেকে শুরু হয়েছে ইন্টারনেট উৎসব। রাজধানীর বনানী মাঠে দুপুর ২টায় শুরু হয় এ উৎসব। দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) যৌথ উদ্যোগে ঢাকা, রাজশাহী ও সিলেটে তিনটি বড় এক্সপোসহ সারা দেশে চারশ ৮৭টি উপজেলায় একযোগে ইন্টারনেট উৎসব পালিত হচ্ছে।
# ইন্টারনেট উৎসবে জাগো নিউজ
এআরএস/আরআইপি