ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১১ আগস্ট : এক নজরে সারাদিনের খবর

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১১ আগস্ট ২০১৫

শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

১৫ আগস্টের পরিবেশ আ.লীগ নিজেরাই সৃষ্টি করেছিল : আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের আগে ক্ষমতার প্রশ্নে আওয়ামী লীগ নিজেরাই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।

তত্ত্বাবধায়ক প্রথা গোরস্থানে চলে গেছে : নাসিম
বিএনপি-জামায়াত এখনও তত্ত্বাবধায়কের কথা বলছে। অথচ তত্ত্বাবধায়ক প্রথা গোরস্থানে চলে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

খালেদার লন্ডন যাওয়ার সময়সূচি ঠিক হয়নি : রিপন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার সময়সূচি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বাংলাদেশ সফর কঠিন হবে : স্টিভেন স্মিথ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামি সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব কে করবেন, তা এখনো চূড়ান্ত নয়।

শিশুদের স্কুল ব্যাগ বহনে হাইকোর্টের রুল
শিশুদের বহন করার জন্য ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ নিষিদ্ধ ও প্রি-প্রাইমারি শিশুদের স্কুলব্যাগ বহন না করতে আইন প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সরকারের ভুলের খেসারত দিচ্ছে জনগণ : বিএনপি
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা বঞ্চিত হওয়ায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের ভুলের খেসারত এখন জনগণকে দিতে হচ্ছে।

জাতীয় প্রেসক্লাবের মনোনয়ন পেলেন যে ৭৯৫ জন সাংবাদিক
জাতীয় প্রেসক্লাবে নতুন সদস্য নির্বাচনের জন্য ৭৯৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার রাত ১১টায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

একনেকে ৭ প্রকল্প অনুমোদন
সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে সরকারের ব্যয় হবে ২ হাজার ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকা।

চক্রান্ত করতে লন্ডনে যাচ্ছেন খালেদা : খাদ্যমন্ত্রী
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসার নাম করে লন্ডনে চক্রান্ত করতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন।

খাদ্যমন্ত্রী অ্যাড.কামরুল ইসলাম।
মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই : সৈয়দ আশরাফ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই এবং শেখ হাসিনা নির্বাচন যথাসময়েই দেবেন।’

২০টি ড্রেজার কিনবে সরকার
২ হাজার ৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার কিনবে সরকার। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়েছে।

জনকণ্ঠের বিষয়ে শুনানিতে গণতন্ত্র সমৃদ্ধি হবে : সুরঞ্জিত
দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বিচার বিভাগ নিয়ে নিবন্ধ প্রকাশ করায় আদালত অবমাননা রুলের শুনানিতে গণতন্ত্র আরো সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

টিএসসিতে যৌন নিপীড়ন : প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৬ লাখ গণস্বাক্ষর
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় তরুণীর শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ ও ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশ থেকে গৃহীত ৬ লাখ গণস্বাক্ষর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যলয়ে পৌঁছে দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সিরাজ মাস্টারের মৃত্যুদণ্ড : আকরামের আমৃত্যু কারাদণ্ড
একাত্তরে মানবাতাবিরোধী অপরাধে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একে/আরআইপি