১৫ আগস্টের পরিবেশ আ.লীগ নিজেরাই সৃষ্টি করেছিল : আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের আগে ক্ষমতার প্রশ্নে আওয়ামী লীগ নিজেরাই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আওয়ামী লীগ নিজেরাই ১৫ আগস্টের পরিবেশ তৈরি করেছিল। ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ড আওয়ামী লীগ কেন ঠেকাতে পারেনি, তা এখনও নানা প্রশ্নের জন্ম দেয়।’
মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের আয়োজনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, ইতিহাসে রাষ্ট্রপ্রধানদের হত্যার ঘটনা পুরানো। কিন্তু বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের যেভাবে হত্যা করা হয়েছে, তা পৃথিবীর যে কোনো নিষ্ঠুরতাকে হার মানায়। তখনও আওয়ামী লীগ ছিল। তারা ওই হত্যাকাণ্ড ঠেকাতে পারেনি। ক্ষমতার দ্বন্দ্বে আওয়ামী লীগে বিভক্তি দেখা দিয়েছিল। আর এই সুযোগেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। যদিও ওই হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল।
তিনি আরো বলেন, এমন একটি হত্যাকাণ্ড অথচ আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা কেউ কোনো তথ্য দিতে পারেনি। ওই দিন গোয়েন্দা সংস্থা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছিল।
মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, খাই খাই বন্ধ করুন, নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি বন্ধ করুন। তা না হলে অন্যেরা সুযোগ নেবে।
তিনি উপস্থিত নেতাকর্মীদের সতর্ক করে আরো বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেদের সর্তক থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সজাগ না থাকে, তাহলে ষড়যন্ত্রকারীরা পুনরায় ১৫ আগস্টের জন্ম দিতে পারে।
সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি প্রমুখ।
এএসএস/আরএস./আরআইপি