রোববার ডিবি অফিসে যাচ্ছেন এফবিআই কর্মকর্তারা
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনা তদন্তে সহায়তার জন্য রোববার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) অফিসে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর কর্মকর্তারা।
এ বিষয়ে বৈঠক করতে রোববার ডিবি অফিসে যাচ্ছেন এফবিআই’র কয়েকজন কর্মকর্তা। ব্লগার নিলয় হত্যার ঘটনা তদন্তে এফবিআই-এর পক্ষ থেকে আগ্রহ প্রকাশের পর পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।
ডিবি উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাহবুবুল আলম বলেন, ‘নিলয় হত্যাকাণ্ডের তদন্তে সহায়তার জন্য তারা আসবেন।
রোববার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে আসার কথা রয়েছে তাদের। এসময় ডিবি’র যুগ্ম কমিশনারের নেতৃত্বে একটি টিমের সঙ্গে এফবিআই এর টিমের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকের পরই হয়তো তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে এফবিআই এর টিমে কতোজন সদস্য থাকবেন তা জানা যায়নি বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, এফবিআই প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি কারিগরি বিষয়ে সহায়তা করতে চেয়েছে।
এরআগে শনিবার এফবিআইয়ের একজন কর্মকর্তা গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তাকে ফোন করে তাদের আগ্রহের কথা জানান। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের অনুমতি দেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া বিভাগের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম এফবিআই এর আগ্রহের কথাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্লগার নিলয় হত্যার পর শনিবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে ডিবির এক ডিসির সঙ্গে এফবিআই’র পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। এ সময় এফবিআইয়ের একজন কর্মকর্তা তদন্তে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেন। এফবিআই জানায়, রাষ্ট্রীয়ভাবে অনুমতি পেলে তারা তদন্ত করবে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ‘আরেক ব্লগার বিশ্বজিৎ হত্যার ঘটনায় এফবিআই অনুমতি নিয়ে তদন্ত শুরু করে। শুক্রবার ব্লগার নিলয় হত্যার মতো আরো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় এফবিআই অফিসিয়ালি আলোচনা করেনি। তারা যদি তদন্ত করে আমাদের সহায়তা করে তাহলে আমরা তাদের সাধুবাদ জানাব।
এরআগে যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিজ্ঞানমনষ্ক লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আসে এফবিআই প্রতিনিধি দল।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে নিলয়ের লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে জুমার নামাজের সময় ৪-৫ জন দুর্বৃত্ত বাড়ি ভাড়ার নেয়ার নামে জোর পূর্বক নিলয়ের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।
# ব্লগার নিলয় হত্যা মামলার তদন্তে এফবিআই’র আগ্রহ প্রকাশ
এআর/এসএইচএস/আরআইপি