ব্লগার নিলয় হত্যা মামলার তদন্তে এফবিআই’র আগ্রহ প্রকাশ


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৮ আগস্ট ২০১৫

ব্লগার ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনা তদন্তে বাংলাদেশকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। বাংলাদেশ সরকারের অনুমতি পেলে গোয়েন্দা পুলিশের পাশাপাশি তারাও তদন্ত শুরু করবে। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, ব্লগার নিলয় হত্যার তদন্তের বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে ডিবির এক ডিসির সঙ্গে এফবিআই যোগাযোগ করেছে। এ সময় এফবিআই ওই ডিবি কর্মকর্তার কাছে তদন্তে সহয়তা করার ইচ্ছা প্রকাশ করেছে।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগেও ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায় এফবিআই অনুমতি নিয়ে তদন্ত করেছিল। যদিও অভিজিৎ রায় মার্কিন নাগরিক ছিলেন।

এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।