ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১৪ জুলাই : এক নজরে সারাদিনের খবর

প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৪ জুলাই ২০১৫

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৫ জন
শেখ হাসিনার সরকারে নতুন মন্ত্রী হিসেবে শপথ নিনেল চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী নুরুল ইসলাম বিএসসি।

মন্ত্রিসভায় নতুন ৩ মুখ
শেখ হাসিনার সরকারের মন্ত্রিসভার আকার বাড়লো। মঙ্গলবার নতুন তিন মুখ শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে একজন মন্ত্রী ও দু`জন প্রতিমন্ত্রীও দায়িত্ব পেয়েছেন।

আমজাদ খান চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে
দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে।

ইনুকে খালেদা বিষয়ক মন্ত্রী ও হাছানকে প্রতিমন্ত্রী করার আহ্বান
হাসানুল হক ইনুকে তথ্যমন্ত্রী থেকে সরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদকে প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

জামিনে মুক্তি পেলেন মির্জা ফখরুল
নাশকতার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আইপিএল দুর্নীতি : চেন্নাই-রাজস্থান দুই বছরের জন্য নিষিদ্ধ
আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

ঈদে যাতায়াত তদারকিতে নিয়ন্ত্রণ কক্ষ
ঈদ-উল-ফিতরে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মনিটরিং টিমসমূহের কার্যক্রম সমন্বয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।

একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়লো
একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন করার সময় তিন দিন বাড়িয়েছে সরকার। নতুন সময় অনুযায়ী আগামী ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সবচেয়ে উঁচু সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সমুদ্র পৃষ্ঠ থেকে আড়াই হাজার ফুট উঁচুতে নির্মাণ করা দেশের সবচেয়ে উঁচু সড়কপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ শুভেচ্ছার কার্ড পাঠিয়ে এই শুভেচ্ছা জানান খালেদা জিয়া।

টাইগারদের সামনে রেকর্ডের হাতছানি
আর মাত্র একটা ম্যাচ জিতলেই নতুন রেকর্ড গড়বে মাশরাফি বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

একে/আরআইপি