ইনুকে খালেদা বিষয়ক মন্ত্রী ও হাছানকে প্রতিমন্ত্রী করার আহ্বান
হাসানুল হক ইনুকে তথ্যমন্ত্রী থেকে সরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদকে প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবণে আইন, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, হাসানুল হক ইনুর অধীনে বর্তমান সরকারের তথ্য মন্ত্রণালয়ের দ্বায়িত্ব রয়েছে। কিন্তু তিনি তার নিজ দ্বায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হয়েছেন। আর এ ব্যর্থতা ঢাকতে তিনি বার বার বিএনপি নেতা তথা ২০ দলীয় জোটের নেত্রীকে নিয়ে মন্তব্য করেন এবং তার সমালোচনা করেন। তিনি তার ব্যর্থতার চিন্তা না করে খালেদা জিয়াকে কখন কোন মামলায় বিচার করা হবে এবং ট্রাইব্যুনাল গঠন করা হবে কিনা তার আলোচনা করেন। তাই প্রধানমন্ত্রী শেখ হসিনার নিকট বিশেষ অনুরোধ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে খালেদা জিয়া বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব দেওয়া হোক।
প্রধানমন্ত্রী বিষয়টি সুবিবেচনা করবেন বলে আশা প্রকাশও করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে সঙ্গে হাছান মাহমুদকেও একই মন্ত্রণালায়ের প্রতিমন্ত্রী করার জন্য প্রস্তাব করেন তিনি। কারণ হাসানুল হক ইনু যেহেতু পূর্ণাঙ্গমন্ত্রী এবং হাছান মাহমুদ প্রতিমন্ত্রী ছিলেন সে হিসেবে দ্বায়িত্ব বণ্টন করার জন্য বলেছি।
মঙ্গলবার বেলা দুইটার দিকে ব্রাজিল থেকে আমদানি করা গম নিরপেক্ষ সংস্থার পক্ষে পরীক্ষা করার জন্য আপিল সংক্রান্ত সংবাদ জানানোর জন্য সাংবাদিকদের কক্ষে যান এই আইনজীবী। তখন তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার এএম এহসানুর রহমান ও অ্যাডভোকেট পাবেল মিয়া। তখন বিএনপির চার নেতার ৫৬ মামলায় হাইকোর্টের আগাম জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা স্থগিত আবেদনের তথ্যও তিনি সাংবাদিকদের বলেন।
এফএইচ/একে/আরআইপি