ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৯ জুন : একনজরে সারাদিনের খবর

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৯ জুন ২০১৫

দেশের আইন ডিজিটাল ব্যবস্থার উপযোগী নয় : মোস্তফা জব্বার
সামগ্রিকভাবে আইন ব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেছেন, আমাদের দেশের আইন ডিজিটাল ব্যবস্থার জন্য উপযোগী নয়। কমপক্ষে এক-দেড়শ’ আইন পাল্টাতে হবে, সংশোধন করতে হবে, নতুন আইন করতে হবে। তাহলে ডিজিটাল ব্যবস্থার সাথে তাল মেলানো সম্ভব উল্লেখ করেন তিনি।

লিবিয়ায় গ্যাস বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু
লিবিয়ায় গ্যাস বিস্ফোরণে হায়দার আলী (৩৫) নামের একজন বাংলাদেশি মারা গেছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত হায়দার আলী মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ওয়াজেদ আলী সরদারের ছেলে।

প্রস্তাবিত বাজেটে কিছু খারাপ দিক আছে : রওশন এরশাদ
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ হতাশ। সার্বিক বিবেচনায় এ বাজেট জনকল্যাণে কাজ করবে না বলে মন্তব্য করেছেন তিনি।

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হচ্ছে না : বিজিবি মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বিজিবির লজিস্টিক সাপোর্টের অভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হচ্ছে না। রোহিঙ্গা ইস্যু শুধু আমাদের না। এখন বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে।

জাল সনদপত্রের অভিযোগে দিল্লির আইনমন্ত্রী গ্রেফতার
জাল সনদপত্রের অভিযোগে দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকালে দিল্লি বার কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে  তাকে  গ্রেফতার করে হজ খাস থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে তার বিরুদ্ধে সোমবার রাতেই একটি এফআইআর দায়ের করে পুলিশ।

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ
সিরিজের একমাত্র টেস্টে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগে শেষ বারের মত ফতুল্লায় নিজেদের ঝালিয়ে নিলেন টাইগার ক্রিকেটাররা। অনুশীলন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুশফিক বললেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

ব্লগার হত্যাকারীদের ছাড় দেয়া হবে না : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ছাড় দেয়ার সরকার নয়। ব্লগারদের হত্যাকারীদের অবশ্যই ধরে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত স্বাধীন গণমাধ্যমের অবস্থান ও তাৎপর্য বিষয়ক ‘কনসালটেশন উইথ পার্লামেন্টারিয়ানস দ্যা আইসিটি অ্যাক্ট, ২০০৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুলকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির নির্দেশ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার চিকিৎসা নিশ্চিত করার রুলও জারি করা হয়েছে।

রাজাকার হাসান আলীর ফাঁসি
মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সৈয়দ হাসান আলীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।

এসএইচএস/আরআই