লিবিয়ায় গ্যাস বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু


প্রকাশিত: ১১:১৭ এএম, ০৯ জুন ২০১৫

লিবিয়ায় গ্যাস বিস্ফোরণে হায়দার আলী (৩৫) নামের একজন বাংলাদেশি মারা গেছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত হায়দার আলী মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ওয়াজেদ আলী সরদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের হায়দার আলী লিবিয়ায় যান। বৃহস্পতিবার বিকেলে রান্না করতে গেলে গ্যাস বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয় হায়দার আলী। আহত অবস্থায় তাকে লিবিয়ার রাজধানী ত্রিপলীর একটি হাসপালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার রাতে তার মৃত্যু হয়।

রাতে মৃত্যুর খবরে তার পরিবারের সদস্যদের মধ্যে চলছে আহাজারি ও শোকের মাতম। নিহত হায়দার আলীকে একনজর দেখার জন্য তার পরিবার এখন পাগলপ্রায়। পরিবারের দাবি, হায়দারের লাশ বাংলাদেশ এনে দাফন করা হোক। যাতে করে তারা একনজর দেখতে পারেন।

এ কে এম নাসিরুল হক/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।