ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২১ মে : একনজরে সারাদিনের খবর

প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২১ মে ২০১৫

অস্ত্রের আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
সমরাস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়িয়ে সম্ভব হলে রফতানির উপর গুরুত্ব আরোপের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে এ পরামর্শ দেন তিনি।

সরকারি ঘোষণায় আনন্দের বন্যা হিজড়াদের মাঝে
দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখার সুযোগ হয়েছে হিজড়া লতার। বয়সের সঙ্গে সঙ্গে নিজের অগোচরে শরীরে হিজড়া ভাবটা ফুটে ওঠায় সমাজে অসম্মানিত হতে থাকেন। পরিবারেও অবহেলা। সহ্য না হওয়ায় বাড়ি ছাড়েন তিনি। নাম ছিল সেলিম। সেখান থেকে লতা নাম নিয়ে এলাকার এক নানি হিজড়ার হাত ধরে ঢাকায় আসা লতার।

শেষ হলো সিপিএ সম্মেলন
ঢাকায় শুরু হওয়া কমনওলেথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চারদিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শক্তিশালী সংসদীয় গণতন্ত্র শীর্ষক মূল প্রতিপাদ্য নিয়ে সিপিএর ২৬তম সেমিনার অনুষ্ঠিত হয়।

চার মন্ত্রীকে ন্যাম ভবন ছাড়তে চিঠি দিবে সংসদ কমিটি
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের ফ্ল্যাট ছাড়ার জন্য চার মন্ত্রীকে চিঠি দিবে সংসদ কমিটি। মন্ত্রী পাড়ায় ফ্ল্যাট পাওয়ার পরও এসব বাসা দখলে রেখেছেন তারা। এর আগেও একাধিকবার চিঠি দেওয়া হলেও এখনও ফ্ল্যাট দখল করে রেখেছেন তারা।

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে মাগুরা-১ উপ-নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এখনকার বুদ্ধিজীবীরা কু-বুদ্ধিতে ওস্তাদ : শেখ সেলিম
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, এখনকার বুদ্ধিজীবীরা কু-বুদ্ধিতে ওস্তাদ। সুশীল মানে ভালো নাপিত। ভালো নাপিত আর ভালো বুদ্ধিজীবী এক বিষয় নয়। এখনকার সুশীলরা ভালো কামাতে পারেন কিন্তু দেশ ও সমাজের জন্য কিছুই করার মুরোদ নেই।

সিলেটে ৯টি সিনেমা হলের মধ্যে ৬টিই বন্ধ
মানসম্পন্ন সিনেমার অভাব ও দর্শকদের চাহিদামতো হলের পর্দা ও পরিবেশ না থাকায় হল বিমুখ হয়ে পড়েছেন সিনেমা হলের দর্শকরা। ফলে সিনেমা হল ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। এতে একে একে বন্ধ হয়ে যাচ্ছে সিলেটের সিনেমা হলগুলো।

ঢাবি উপাচার্যসহ ১০ জনকে হত্যার হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দশজনকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।  আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩’ এর নামে পাঠানো ওই চিঠিতে ১০ জনের নামের একটি তালিকা রয়েছে, যার সবার উপরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নাম রয়েছে।

মোদির সাক্ষাৎ পাচ্ছেন কী খালেদা!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের দিন যত ঘনিয়ে আসছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিতে বাড়ছে ততই উদ্বেগ। কেন না মোদির এই সফরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেখা হওয়া না হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অবশেষে স্বস্তির বৃষ্টি
সারাদিন অসহনীয় গরম আর যানজট। অতিষ্ঠ নগরবাসী। তবে সন্ধ্যার বৃষ্টি সামান্য হলেও স্বস্তি এনে দিয়েছে রাজধানীর বাসিন্দাদের। সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাসে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসফেরত ও ঘরমুখী মানুষদের। সেই সঙ্গে অফিস থেকে ফেরার পথে তাদের পড়তে হয় নিত্যদিনের ঝামেলা যানজটের কবলে। বৃষ্টির সঙ্গে যানযটের ধকল কাটিয়েই এসব মানুষকে যেতে হচ্ছে ঘরের খোঁজে।

টাইগারদের পৃষ্ঠপোষকতায় রবি
টপ অব মাইন্ডের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর স্বত্ব কিনে নিলো বেসরকারি মোবাইল ফোন কোম্পানি রবি। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ  তথ্য জানানো হয়েছে।

ঘোষিত ভারতীয় দলে মাশরাফির সন্তুষ্টি প্রকাশ
আগামী মাসে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় কর্তৃপক্ষ পূর্ণশক্তির দল ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আরএস/আরআইপি