শেষ হলো সিপিএ সম্মেলন


প্রকাশিত: ০১:৫০ পিএম, ২১ মে ২০১৫

ঢাকায় শুরু হওয়া কমনওলেথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চারদিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শক্তিশালী সংসদীয় গণতন্ত্র শীর্ষক মূল প্রতিপাদ্য নিয়ে সিপিএর ২৬তম সেমিনার অনুষ্ঠিত হয়। গত ১৮ মে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী সেমিনারের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার সেমিনারের চতুর্থ দিনে এক সেশনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই সেমিনারটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অর্থবহ। এখানে সংসদ এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণের জন্য প্রয়োজনীয় বিষয়াবলী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।  বিভিন্ন দেশের সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ আলোচনায় এই সেমিনারটি ছিল প্রাণবন্ত। সেমিনারের মাধ্যমে যে সকল নতুন ধারণা বেরিয়ে এসেছে তা সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্পিকার আরো বলেন, সংসদীয় গণতন্ত্রে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু সংসদ। সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সিপিএ ভূক্ত দেশগুলোর সকল সংসদ সদস্যকে একযোগে কাজ করতে হবে।

সেশনে মারউইক খুমালো এমপি, লিম বিয়াও চুয়ান এমপি, ব্যারি হাউস এমপি, এমএলসি হিদার কুক প্যানেল বক্তা হিসেবে অংশ নেন।

এর আগে অন্য এক সেশনে ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মারউইক খুমালো, ব্যারি হাউস, এমএলসি রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন।

এ সময় ড. আব্দুর রাজ্জাক বলেন, সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে। সরকার তার সকল কাজের জন্য সংসদের কাছে দায়বদ্ধ। আর সংসদের মাধ্যমেই জনগণের কাছে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত হয়।

এছাড়া আরেকটি সেশনে ড. মহিউদ্দীন খান আলমগীর এবং অডিটর অ্যান্ড কম্পট্রোলার জেনারেল মাসুদ আহমেদ রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন। এ সময় ড. মহিউদ্দীন খান আলমগীর বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক স্তম্ভ। রাষ্ট্রের তিনটি স্তম্ভ- নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। এই তিনটি বিভাগ সমন্বিতভাবে কাজ করলে সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদিত হয়।

তিনি আরো বলেন, সংসদীয় নজরদারির মাধ্যমে সকল নির্বাহী কর্মকাণ্ড ও আর্থিক কর্মকাণ্ডের শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। ব্যাংক, বীমা, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সকল আর্থিক প্রতিষ্ঠান জনস্বার্থে নিয়ম-শৃংখলার ভেতরে রাখতে সংসদীয় কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর্থিক দায়-দায়িত্বকে নিশ্চিত করে।

উল্লেখ্য, সেমিনারে বাংলাদেশ ছাড়াও ১৭টি দেশের ২৬টি শাখার মোট ৩৫ জন পার্লামেন্টারিয়ান ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এইচএস/আরএস/আরআইপি
                         

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।