শেষ দেখা করলেন কামারুজ্জামানের পরিবার
কারাফটক থেকে জসীম উদ্দীন ও শফিকুল ইসলাম:
কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করে কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এসেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার বিকেলে ৫টা ১০ মিনিটে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন। এর আগে বিকেল ৪টা ৫ মিনিটে দুই গাড়িতে করে তারা কারাগারে পৌঁছায়।
ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জসীম উদ্দীন ও শফিকুল ইসলাম জানান, বিকেল ৪টা ৫ মিনিটে মোট ২৪ সদস্যের একটি দল কারাগারে পৌঁছায়। ঢাকা মেট্রে চ ১৩-৮৩৭ ও ঢাকা মেট্রে চ ১৩-৭৯১৭ নম্বরের দুইটি গাড়িতে করে ১৫ জন এবং বিকল্প পদ্ধতিতে আরো ৯ জন কারাগারে পৌঁছায়। তবে কারাকর্তৃপক্ষ মোট ২০ জনকে ভেতরে প্রবেশের অনুমতি দেন।
ভেতরে প্রবেশ করেন কামারুজ্জামানের বড় ছেলে, মেঝো ছেলে, স্ত্রী, বড় ছেলের স্ত্রী, ভাই কফিল উদ্দীন, নাতি-নাতনী, ভাঙ্গিনা ভাঙ্গিনী ও একজন খালাতো ভাই।
তবে, কামারুজ্জামানের সেজো ছেলে সুইডেনে লেখাপড়ারত হাসান ইকরাম ও মালয়েশিয়ায় টেলি কমিনিউকেশন পেশায় চাকরিজীবী হাসান জামান দেশে না থাকায় তারা বাবার (কামারুজ্জামান) সঙ্গে শেষ সাক্ষাৎ পান নি।
এর আগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের পরিবারকে শেষ সাক্ষাতের জন্য কারাকর্তৃপক্ষ দুপুরে তাদের সঙ্গে যোগাযোগ করেন।
কারা কর্তৃপক্ষ বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে পারিবারের সদস্যদের কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় দেন।
# কারাগারে কামারুজ্জামানের পরিবার
জেইউ/এসআই/এএইচ/আরআই