কারাগারে কামারুজ্জামানের পরিবার


প্রকাশিত: ১০:১২ এএম, ১১ এপ্রিল ২০১৫

কারা ফটক থেকে জসীম উদ্দীন ও শফিকুল ইসলাম:

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করতে কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার বিকেলে দুই গাড়িতে করে তারা কারাগারে পৌঁছান।

ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জসীম উদ্দীন ও শফিকুল ইসলাম জানান, বিকেল ৪টা ৫ মিনিটে মোট ২৪ সদস্যের একটি দল কারাগারে পৌঁছায়।

ঢাকা মেট্রো চ ১৩-৮৩৭ ও ঢাকা মেট্রো চ ১৩-৭৯১৭ নম্বরের দুইটি গাড়িতে করে ১৫ জন এবং বিকল্প পদ্ধতিতে আরো ৯ জন কারাগারে পৌঁছান। তবে কারাকর্তৃপক্ষ মোট ২০ জনকে ভেতরে প্রবেশের অনুমতি দেন।

ভেতরে প্রবেশকরীদের মধ্যে, কামারুজ্জামানের বড় ছেলে, মেঝো ছেলে, স্ত্রী, বড় ছেলের স্ত্রী, ভাই কফিল উদ্দীন, নাতি-নাতনী, বোনের ছেলে ও মেছে এবং একজন খালাতো ভাই রয়েছেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের পরিবারকে শেষ সাক্ষাতের জন্য কারাকর্তৃপক্ষ দুপুরে তাদের সঙ্গে যোগাযোগ করেন।  

কারা কর্তৃপক্ষ বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে পারিবারের সদস্যদের কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় দেন।

জেইউ/এসআই/এএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।