আজকের সাধারণ জ্ঞান : ০৯ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
উত্তর : আনন্দময়ীর আগমনে।

২. প্রশ্ন : ‘সাত সাগরের মাঝি’ কার কাব্যগ্রন্থ?
উত্তর : ফররুখ আহমদের।

৩. প্রশ্ন : ‘রক্তকবরী’ কার লেখা নাটক?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের।

৪. প্রশ্ন : ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
উত্তর : সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৫. প্রশ্ন : বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কবে?  
উত্তর : ১৯৮০ সালে।

৬. প্রশ্ন : কোন দেশকে ‘Classical Music’ এর মাতৃভূমি বলা হয়?  
উত্তর : ভিয়েনাকে।

৭. প্রশ্ন : ‘বেদান্তসার’ কার লেখা গ্রন্থ?
উত্তর : রাজা রামমোহন রায়ের।

৮. প্রশ্ন : বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০ অনুসারে বিদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি কি?  
উত্তর : মৃত্যুদণ্ড।

৯. প্রশ্ন : কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তর : অষ্টম সংশোধনী।
 
১০. প্রশ্ন : বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
উত্তর : বরেন্দ্র জাদুঘর, রাজশাহী।

১১. প্রশ্ন : কোন শহরকে ‘ঝর্ণার শহর’ বলা হয়?
উত্তর : তাসখন্দকে।

১২. প্রশ্ন : গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে-
উত্তর : ইসরাইল ও মিশরের মধ্যে।

১৩. প্রশ্ন : ‘রয়টার’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য।

১৪ প্রশ্ন : ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর : মিশর।

১৫. প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় কিসের মাধ্যমে?
উত্তর : রোম চুক্তির মাধ্যমে।   

১৬. প্রশ্ন : Which one is correct. He said to me, ‘May you be happy’.
উত্তর : He wished that I might be happy.

১৭. প্রশ্ন : মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?    
উত্তর : ২৫%।

১৮. প্রশ্ন : একটি লঞ্চ ঘণ্টায় ২০ কি.মি. বেগে চলে ২০ দিনে কোনো বন্দরে পৌঁছলো। একটি নৌকা একই স্থান থেকে ৩ দিন পর রওনা হয়ে ঘণ্টায় ১০ কি.মি. বেগে চললে লঞ্চটি বন্দরে পৌঁছানোর কতদিন পরে নৌকাটি বন্দরে পৌঁছবে?
উত্তর : ২৩দিন।

১৯. প্রশ্ন : লেবুতে কী উপাদান রয়েছে?  
উত্তর : সাইট্রিক অ্যাসিড।

২০. প্রশ্ন : NTC-এর পূর্ণরূপ কী?  
উত্তর : National Transitional Council.  

# আজকের সাধারণ জ্ঞান : ০৮ সেপ্টেম্বর ২০১৫

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।