আজকের সাধারণ জ্ঞান : ০৮ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : পদাবলীর প্রথম কবি কে?
উত্তর : চণ্ডীদাস।

২. প্রশ্ন : ‘দোভাষী পুঁথি’ বলতে কি বোঝায়?
উত্তর : কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি।

৩. প্রশ্ন : ‘সঞ্চয়িতা’ কার কাব্য সংকলন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের।

৪. প্রশ্ন : ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : মোহাম্মদ নাসির উদ্দিন।

৫. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম লেখা কোনটি?
উত্তর : বাউণ্ডুলের আত্মকাহিনী।

৬. প্রশ্ন : অপারেশন ক্লিন স্ট্রিট কি?   
উত্তর : ঢাকার যানজট ও অবৈধ গাড়ি বন্ধের অভিযান।

৭. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?  
উত্তর : সীতাকুণ্ডে।

৮. প্রশ্ন : পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেন কে?  
উত্তর : ড. কামরুল আলম খান।

৯. প্রশ্ন : প্রাচীনকালে নোয়াখালী ও কুমিল্লাকে কী বলা হত?
উত্তর : সমতট।
 
১০. প্রশ্ন : ‘Democracy is a government, of the people, by the people, for the people’- উক্তিটি কার?
উত্তর : আব্রাহাম লিংকনের।

১১. প্রশ্ন : ইতিহাসের সবচেয়ে বড় কনসার্ট কোনটি?
উত্তর : Live Earth Concert.

১২. প্রশ্ন : NTC কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ২৭ ফেব্রুয়ারি ২০১১।

১৩. প্রশ্ন : জাতিসংঘ কবে সোমালিয়াকে দুর্ভিক্ষ কবলিত ঘোষণা করে?
উত্তর : ২০ জুলাই ২০১১।

১৪. প্রশ্ন : নাসার প্রথম সৌরশক্তি চালিত মানুষবিহীন নভোযানের নাম কি?
উত্তর : জুনো।

১৫. প্রশ্ন : ‘up and doing’- কথাটির অর্থ কী?
উত্তর : তৎপর হওয়া।  

১৬. প্রশ্ন : ‘সমুদ্রের বধূ’ বলা হয়-
উত্তর : গ্রেট ব্রিটেনকে।

১৭. প্রশ্ন : চারটি সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুটির গুণফল ২০০। ১ম রাশি:২য় রাশি = ১:২, ২য় রাশি:৪র্থ রাশি = ১:৪। তৃতীয় রাশিটি কত?
উত্তর : ২০।  

১৮. প্রশ্ন : ‘Out and Out’- কথাটির অর্থ কী?
উত্তর : পুরোপুরি।

১৯. প্রশ্ন : মরিচে কী উপাদান রয়েছে?   
উত্তর : ক্যাপসিন।

২০. প্রশ্ন : BSCIC এর পূর্ণরূপ কী?
উত্তর : Bangladesh Small & Cottage Industries Corporation.

# আজকের সাধারণ জ্ঞান : ০৭ সেপ্টেম্বর ২০১৫

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।