আজকের সাধারণ জ্ঞান : ৩১ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ৩১ আগস্ট ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ফররুখ আহমেদ।

২. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনার জন্য বিখ্যাত-
উত্তর : গীতাঞ্জলি।

৩. প্রশ্ন : ‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’ কে রচনা করেন?
উত্তর : সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৪. প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর : অঙ্কুর।

৫. প্রশ্ন : ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর’- কে লিখেছেন?
উত্তর : বিদ্যাপতি।

৬. প্রশ্ন : ‘কান্তজীর মন্দির’ কোথায় অবস্থিত?
উত্তর : দিনাজপুরে।

৭. প্রশ্ন : তুলা চাষের জন্য বেশি উপযোগী অঞ্চল-
উত্তর : যশোর।

৮. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উত্তর : ২৬ মার্চ।
 
৯. প্রশ্ন : পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
উত্তর : ধর্মপাল।
 
১০. প্রশ্ন : ‘ভারতের রাজভক্ত মুসলমান’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : স্যার সৈয়দ আহমদ খান।

১১. প্রশ্ন : ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়-
উত্তর : মিশর ও ইসরাইলের মধ্যে (১৯৭৮ সালে)।

১২. প্রশ্ন : পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি?
উত্তর : লাপাজ, বলিভিয়া।

১৩. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম অরণ্য-
উত্তর : তৈগা।

১৪ প্রশ্ন : ‘UNESCO’ এর সদর দফতর কোথায়?
উত্তর : প্যারিসে।
 
১৫. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি?
উত্তর : লাইব্রেরি অব কংগ্রেস।

১৬. প্রশ্ন : কাপড়ের মূল্য ২০% কমে গেল। কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে?
উত্তর : ২৫%।

১৭. প্রশ্ন : Effort এর synonyms কী?  
উত্তর : Attempt.

১৮. প্রশ্ন : তেতুলে কী উপাদান আছে?
উত্তর : টারটারিক অ্যাসিড।
 
১৯. প্রশ্ন : এনজিও প্লাষ্টি কী?
উত্তর : হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।  

২০. প্রশ্ন : 3G এর পূর্ণরূপ কী?
উত্তর : 3rd Generation.

# আজকের সাধারণ জ্ঞান : ৩০ আগস্ট ২০১৫

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।